Who Is This Pisi Sasuri: অসমের বড়লোক ব্যবসায়ীর মেয়ে, ছিলেন ডিভোর্সি, তারপর কোথা থেকে কী হল, হত্যাকান্ডে পরতে পরতে গভীর রহস্য
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Body found in Kolkata: তদন্তের পাশাপাশি পুলিশি তদন্তের একটা বড় অংশ ছিল কে এই পিসি শাশুড়ি, তার ঠিকানা কী, কে আছে তাঁর?
advertisement
1/7

Dead Body In Kolkata: কলকাতায় ট্রলি ব্যাগের ভেতর থেকে যে মহিলার মৃতদেহ উদ্ধার নিয়ে তোলপাড় গোটা শহর৷ মধ্যমগ্রামে মা ও মেয়ে নিজের পিসিশাশুড়িকে মেরে ট্রলি ব্যাগে ভরে গঙ্গার ঘাটে ভাসিয়ে দেওয়ার যে চেষ্টা করেছিল তারপরে স্থানীয়রা হাতেনাতে পাকড়াও করে তারপর পুলিশ এসে ওই মা মেয়েকে গ্রেফতার৷ সমস্ত মানুষেরই জানার আগ্রহ চরমে পৌঁছয় কার বডি এভাবে ভাসিয়ে দিচ্ছিল দুই মহিলা৷
advertisement
2/7
পুলিশি জেরার মুখে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে৷ জানা যায় যে পিসি শাশুড়িকে মেরে ট্রলি ব্যাগে ভরেছিলেন৷ মহিলারা কোথাকার বাসিন্দা, সেখানে কী করে এই সব নিয়েই তদন্তের পাশাপাশি পুলিশি তদন্তের একটা বড় অংশ ছিল কে এই পিসি শাশুড়ি, তার ঠিকানা কী, কে আছে তাঁর?
advertisement
3/7
জানা যায় মৃতার নাম সুমিতা ঘোষ৷ তিনি জোরহাট শহরের এক বিশিষ্ট ব্যবসায়ীর মেয়ে। জোরহাট শহরের স্বর্গীয় নিতাই ঘোষের মেয়ে সুমিতা ঘোষ।
advertisement
4/7
নিজের জোরহাটের বাড়িতে একাই থাকতেন বহু বছর আগে বিবাহবিচ্ছেদ হওয়া নিঃসন্তান সুমিতা ঘোষ। কিন্তু মাস চারেক আগে কলকাতায় গিয়েছিলেন সুমিতা ঘোষ।
advertisement
5/7
২০২২ সালের নভেম্বরে কলকাতার বাড়িতে গিয়ে স্বামীর জোরহাটের বাড়িতে ফেরেননি ফাল্গুনী। অন্যদিকে ফাল্গুনী তার স্বামীর কাছে ভরণপোষণ চেয়ে আদালতের নোটিশ পাঠিয়েছিল। তারপর থেকে জোরহাটে স্বামীর বাড়িতে কোনও যোগাযোগ রাখেনি হত্যাকান্ডে ধৃত ফাল্গুনী৷
advertisement
6/7
পুলিশি জেরায় একের পর এক সত্যি সামনে গয়না-সম্পত্তি হাতাতেই খুন৷ জোরহাটের পিসিশাশুড়িকে পরিকল্পনা করেই ১ সপ্তাহ আগে ফোন করে ডাকা হয়। মা -মেয়ে জানতে পেরেছিল মালদার পিসিশাশুড়ির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ৩ লক্ষ ৪০ হাজার। নানা অছিলায় সুমিতার ATM কার্ড হাতায় ফাল্গুনী।
advertisement
7/7
সুমিতার ATM কার্ডের পাসওয়ার্ড জানতে চেয়েছিল ফাল্গুনী। বচসায় সুমিতার মাথায় ভারী জিনিস দিয়ে খুন। পিসিশাশুড়িকে খুনের পর হাতানো হয় তার গয়না। খুনের পর দেহ বাড়িতে রেখে অ্যাকাউন্ট থেকে তোলা হয় ২৫ হাজার টাকাও৷ বড়বাজারে ৫০ হাজারের গয়নারও বরাত দেয় ফাল্গুনী৷ Input- Nitai Das