West Bengal Weather Update: ফুরিয়ে আসছে স্নান না করার দিন! আগামী সপ্তাহে আবহাওয়া বিরাট পরিবর্তন, জানুন আপডেট
- Published by:Raima Chakraborty
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Update: এক রাতে দুই ডিগ্রি তাপমাত্রা বাড়ল। কলকাতায় দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে।
advertisement
1/7

গরমের দিনের হাতছানি বললে ভুল হবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস এমনই। জানানো হয়েছে, বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ কমবে বাংলায়। (ছবি ও তথ্য-- বিশ্বজিৎ সাহা)
advertisement
2/7
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী পাঁচ থেকে সাত দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে।
advertisement
3/7
কলকাতায় কাল থেকেই দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে রীতিমতো উষ্ণতার ছোঁয়া থাকবে কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি চলে যাবে।
advertisement
4/7
কলকাতায় সকালে কুয়াশা, বেলায় মূলত পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা বাড়বে। ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে কলকাতায়। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ কমবে। দিনের বেলায় শীত উধাও হবে।
advertisement
5/7
রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আজ বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৪ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
6/7
একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে। পরপর পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। মঙ্গল ও বুধবার ব্যাপক তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, কাশ্মীর ভ্যালি, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে।
advertisement
7/7
শিলা বৃষ্টিতে বিপর্যস্ত হবে উত্তর-পশ্চিম ভারত। সোমবার ও মঙ্গলবার ব্যাপক শিলা বৃষ্টি হতে পারে জম্মু ও কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। মঙ্গলবার প্রচুর শিলাবৃষ্টি হবে উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে। (ছবি ও তথ্য-- বিশ্বজিৎ সাহা)