West Bengal Weather Update: দগদগে ঘাম, গনগনে গরম থেকে মুক্তি কবে? দিনক্ষণ জানিয়ে দিল আলিপুর! যা হতে চলেছে আগামী সপ্তাহে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: সোমবার থেকেই আবহাওয়ার ব্যাপক রদবদল! দগদগে ঘাম, গনগনে গরম থেকে মুক্তি কবে? দিনক্ষণ জানিয়ে দিল Weather Office!
advertisement
1/10

সময় পেরোলেও রাজ্যে বর্ষা এখনও অধরা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে আর খুব একটা দেরি নেই ৷ আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে ৷ এমনটাই পূর্বাভাস হাওয়া অফিস সূত্রে ৷
advertisement
2/10
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই, অর্থাৎ ১৪-১৬ জুনের মধ্যে রাজ্যে বর্ষার প্রবেশ ঘটতে পারে ৷ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার ও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু এলাকায় প্রবেশ করতে পারে বর্ষা। দ্বিতীয়ত, উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে৷ যার মধ্যে বিহার, উত্তরবঙ্গও আছে। এর প্রভাবে বিকেল এবং সন্ধ্যার দিকে ঝড়-বৃষ্টি চলবে।
advertisement
3/10
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে ১৪-১৫ তারিখ পর্যন্ত। এর জেরে তাপমাত্রা কমবে। তবে আগামী তিনদিন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে।
advertisement
4/10
শনিবারের পরে রবিবারেও সকাল থেকেই মেঘলা আকাশ। রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে দেড় ডিগ্রি কম।
advertisement
5/10
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রবিবার সপ্তাহের শেষ দিন আকাশ আংশিক মেঘলা থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। সন্ধ্যার দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে।
advertisement
6/10
শনিবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, ১২ জুন রবিবার সকালের মধ্যে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
advertisement
7/10
পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ ১৩ জুন সোমবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী তিন দিন দিনের তাপমাত্রার বড় কোনও পরিবর্তন না হলেও পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াসের মতো কমতে পারে।
advertisement
8/10
১৩ জুন সোমবার থেকেই দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বিভিন্ন জেলাগুলিতে। দক্ষিণবঙ্গেও আগামী তিন দিন দিনের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন না হলেও, পরের দুদিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত হ্রাস পেতে পারে। ১৪ জুন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে পারে।
advertisement
9/10
একইসঙ্গে হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গে বর্ষা শুরুর অনুকূল পরিস্থিতি থাকছে। সাধারণভাবে দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১০ থেকে ১৪ জুনের মধ্যে। তবে এবার এই সময়ের মধ্যে বর্ষার দেখা পাওয়া না গেলেও, তা পেতে দিন দুয়েক বেশি সময় লাগতে পারে। আগামী বুধবার কিংবা বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কিছুটা অংশে বর্ষা ঢুকবে।
advertisement
10/10
উত্তরবঙ্গে শিলিগুড়িতে অবস্থান করছে মৌসুমী বায়ু। আগামী দিন দুয়েকের মধ্যে তা উত্তরবঙ্গের সবকটি জেলায় ছড়িয়ে পড়ার সম্ভাবনা। তবে সেই সময় শুধু দক্ষিণবঙ্গেই নয় সংলগ্ন ঝাড়খণ্ড, বিহার, ওড়িশাতেও বর্ষার আগমন হতে চলেছে।