West Bengal Weather Update: রাজ্যের এই জেলায় আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস ! জেনে নিন আবহাওয়ার আপডেট
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়।
advertisement
1/5

উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রার পরিবর্তন হবে না। দিনভর দখিনা বাতাস বইবে। বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প ঢুকে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়াবে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷ Representative Image
advertisement
2/5
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি চলছে এবং চলবে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সর্তকতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মালদহ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী চার-পাঁচ দিনে। কোচবিহার জেলার কিছু জায়গায় আজ মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ Representative Image
advertisement
3/5
দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টির সম্ভাবনা সেভাবে নেই। শুধুমাত্র নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই তিন জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলাতে মেঘলা আকাশের পরিমাণ বেশি, বাকি জেলাতেও আংশিক মেঘলা আকাশ। দক্ষিণ-পশ্চিমা বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। তাপমাত্রা বেশি না থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি হলেও তা চরম হবে না। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি তবে মেঘলা আকাশ থাকায় রাতের তাপমাত্রা একটু বাড়বে। Representative Image
advertisement
4/5
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। দখিনা বাতাস বইবে। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত বুধবার নিম্নচাপে পরিণত হবে। এর প্রভাব পড়তে পারে দক্ষিণ-পূর্ব ও মধ্য বঙ্গোপসাগরে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির সম্ভাবনা। মৎস্যজীবীদের ওই এলাকায় মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। এর প্রভাব পড়বে না রাজ্যে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে পর্যটকেরা যারা যাচ্ছেন তাদের জন্য সতর্কবার্তা। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত সতর্কবার্তা থাকবে। Representative Image
advertisement
5/5
এ ছাড়াও একটি অক্ষরেখা রয়েছে মারাঠাওয়াড়া থেকে তামিলনাডু পর্যন্ত। এই অক্ষরেখা কর্ণাটকের উপর দিয়ে গিয়েছে। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ ও তামিলনাড়ুর ওপর। শক্তিশালী দখিনা বাতাস বইবে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম বাতাসে ভর করে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এর ফলে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সর্তকতা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত প্রবল বৃষ্টি হবে আসাম ও মেঘালয়ে। অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা-সহ উত্তর পূর্ব ভারতের সমস্ত রাজ্যের। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গ ও সিকিমে। Representative Image