West Bengal Weather Update: কলকাতার তাপমাত্রা আরও একটু বাড়ল, আগামী কয়েক দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
আগামী পাঁচ থেকে সাত দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে।
advertisement
1/5

কলকাতার তাপমাত্রা আরও একটু বাড়ল। আগামী কয়েক দিন এভাবেই বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। সপ্তাহভর শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ ক্রমশ কমবে। সপ্তাহ শেষে উষ্ণতার ছোঁয়া। Story: Biswajit Saha
advertisement
2/5
আগামী পাঁচ থেকে সাত দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে এবং সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে।
advertisement
3/5
পরবর্তী দু-তিন দিনের পরিস্থিতি একই থাকবে। সকালের দিকে সামান্য কুয়াশা হতে পারে। উপকূলের জেলাগুলিতে সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গে আগামী ২ থেকে ৩ দিন একইরকম আবহাওয়া থাকবে। পরের দু-তিন দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে। পশ্চিমী ঝঞ্ঝা যাওয়ার সময় দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় এবং সিকিমে হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/5
কলকাতায় দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। বৃহস্পতিবারের মধ্যে রীতিমতো উষ্ণতার ছোঁয়া থাকবে কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস-এর কাছাকাছি চলে যাবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
5/5
একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আফগানিস্তান থেকে পাকিস্তানের ওপর। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। নতুন করে শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। উত্তর-পশ্চিম ভারতের সক্রিয় ঝঞ্ঝা ক্রমশ পূর্ব দিকে সরবে এবং আরব সাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে এর টানে। বৃহস্পতিবার পর্যন্ত এর সক্রিয়তা বজায় থাকবে উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ব্যাপক বৃষ্টি, তুষারপাত জম্মু ও কাশ্মীর মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে হওয়ার সম্ভাবনা আজ মঙ্গল ও আগামিকাল বুধবার। বুধ ও বৃহস্পতিবার উত্তরাখণ্ডে তুষারপাত ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে আগামী ২৪ ঘণ্টায় পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি এবং উত্তর প্রদেশে।