TRENDING:

West Bengal Weather Update: বেলা বাড়লে শীতের আমেজ উধাও ! উর্ধ্বমুখী হবে পারদ, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস

Last Updated:
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস ভিন্ন। দক্ষিণে আগামী দু’দিন তাপমাত্রা একইরকম থাকবে।
advertisement
1/6
বেলা বাড়লে শীতের আমেজ উধাও ! উর্ধ্বমুখী হবে পারদ, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
আজ, সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। সব জেলাতেই হালকা মাঝারি কুয়াশা। সকাল এবং সন্ধ্যা শীতের আমেজ থাকবে। কলকাতায় বেলা বাড়লে শীতের আমেজ উধাও। জেলাতেও বেলার দিকে কমবে শীতের অনুভূতি। আজ থেকেই উর্ধ্বমুখী হবে পারদ। তিন দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে তাপমাত্রা।
advertisement
2/6
হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিন রাতের তাপমাত্রায় বড়সড় কোনও পরিবর্তন হবে না। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্বাভাস ভিন্ন। দক্ষিণে আগামী দু’দিন তাপমাত্রা একইরকম থাকবে। তার পরের চার দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। সরস্বতী পুজো আগামী শুক্রবার। তত দিনে ঠান্ডা বেশ খানিকটা কমে যাবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
3/6
দক্ষিণবঙ্গে সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কতা সকালের দিকে। কলকাতা-সহ বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। উত্তরবঙ্গে আজ, সোমবার ঘন কুয়াশার সতর্কবার্তা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। আগামিকাল, মঙ্গলবার ঘন কুয়াশা থাকবে কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা সকালের দিকে।
advertisement
4/6
আজ, সোমবারেও স্বাভাবিকের নীচে রয়েছে তাপমাত্রা। ক্রমশ তাপমাত্রা বাড়বে। বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে আপাতত ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকলেও জেলার ক্ষেত্রে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে। পরবর্তী তিন-চার দিন প্রায় একই রকম থাকবে তাপমাত্রা। উত্তরবঙ্গে পাহাড়ি এলাকা বাদ দিয়ে তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। আগামী চার-পাঁচ দিনে ন্যূনতম তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না উত্তরবঙ্গে জেলাতে।
advertisement
5/6
কলকাতায় উত্তুরে হাওয়ার দাপট কমছে। সামান্য তাপমাত্রা বাড়লেও আজ, সোমবারও ১৩ ডিগ্রির ঘরেই পারদ। এবার হাওয়া বদল! আগামী দু’দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বাড়বে কলকাতায়। আগামী সাতদিন মূলত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
6/6
কলকাতায়, আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৮ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: বেলা বাড়লে শীতের আমেজ উধাও ! উর্ধ্বমুখী হবে পারদ, জেনে নিন আবহাওয়ার পূর্বাভাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল