Latest Weather Update: রাত পোহালেই পুরো বদলে যাবে আবহাওয়া, যা দেখছেন কিছুই থাকবে না! রাত থেকেই আঁচ পাবেন, পাঁচ জেলা 'তোলপাড়'
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
শনিবার থেকেই বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলায় ঝড়বৃষ্টি শুরু হবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে শনিবার বেলার দিকে বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস।।
advertisement
1/7

শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চরম গরম ও অস্বস্তি। আজকেও পশ্চিমের জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি । তাপপ্রবাহ মালদাতেও। চরম অস্বস্তিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলা।
advertisement
2/7
পশ্চিমের জেলা বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। কলকাতা- সহ দক্ষিণবঙ্গের জেলায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া।
advertisement
3/7
শনিবার থেকেই বিক্ষিপ্তভাবে পশ্চিমের জেলায় ঝড়বৃষ্টি শুরু হবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদে শনিবার বেলার দিকে বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস।
advertisement
4/7
উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস। রবিবার থেকে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। কয়েক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার মতো বেশ কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আশঙ্কা। শনিবার মালদহতে তাপপ্রবাহ। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে গরমে বাড়বে অস্বস্তি।
advertisement
5/7
বাতাসে জলীয়বাষ্পের সঙ্গে গরমের অস্বস্তি চরমে। রাতের গরম ও দিনের প্রখর তাপে শুষ্ক ও অস্বস্তিকর আবহাওয়া। রবিবার দুপুর পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া শহর জুড়ে।
advertisement
6/7
রবিবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হাওয়া বদলের পরিস্থিতি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবিবার থেকে মঙ্গলবারের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা ঝড়ো বাতাস বইতে পারে।
advertisement
7/7
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকালে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৬৫ থেকে ৮৯ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।