West Bengal Weather Update: কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা ! রাজ্যের বাকি জেলাগুলির আবহাওয়ার আপডেট জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update: কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
1/6

কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার বিভিন্ন অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে শুক্রবার এমনটাই জানানো হয়েছে ৷
advertisement
2/6
আজ, শুক্রবার কালবৈশাখীর পরিস্থিতি রাজ্যে। ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বজ্রপাত, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। শনিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে।
advertisement
3/6
কলকাতায় আজ, শুক্রবার মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা। শুক্র ও শনিবার- দু’দিনই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। হতে পারে কালবৈশাখীও।
advertisement
4/6
দক্ষিণবঙ্গে আজ, শুক্রবার কালবৈশাখীর মতো পরিস্থিতি। দমকা ঝড়ের গতিবেগ বাড়বে। বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্র ও শনিবার ঝড়-বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে।
advertisement
5/6
কোথাও কোথাও দমকা হাওয়া এতটাই বেশি হবে যে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। শুক্রবার ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দু-একটি জেলাতে। শনিবারেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। সোমবার মেঘমুক্ত পরিষ্কার আকাশের সম্ভাবনা।
advertisement
6/6
উত্তরবঙ্গে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় আজ, শুক্রবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শিলাবৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি চলবে।