West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমলেও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে
- Published by:Siddhartha Sarkar
- local18
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update: আগামিকাল, শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে ৷ বাড়বে তাপমাত্রা।
advertisement
1/5

আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আগামিকাল, শনিবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে ৷ বাড়বে তাপমাত্রা।
advertisement
2/5
ভোটের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
advertisement
3/5
উত্তরবঙ্গের নীচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি হতে পারে। সেই বৃষ্টির পরিমাণও দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে।
advertisement
4/5
কলকাতায় মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। জলীয় বাষ্প থাকায় অস্বস্তি থাকবে। মেঘলা আকাশ থাকায় দিনের তাপমাত্রা ৪ ডিগ্রি কমেছে।
advertisement
5/5
কলকাতা শহরে আজ, শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি তাপমাত্রা। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৫ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ১১ মিলিমিটার।