West Bengal Weather Update: দক্ষিণে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কালবৈশাখীর সম্ভাবনা কি রয়েছে ? জেনে নিন আবহাওয়ার আপডেট
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। কখনও পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বেলা বাড়লে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
advertisement
1/6

আজ, সোমবার ও কাল, মঙ্গলবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আজ ঝড়-বৃষ্টি হতে পারে। কাল থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। Story: Biswajit Saha
advertisement
2/6
কলকাতায় আজ, সোমবার আংশিক মেঘলা আকাশ। কখনও পুরোপুরি মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বেলা বাড়লে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে। ফিল লাইক টেম্পারেচার অনেক বেশি থাকবে। বিকেল বা সন্ধ্যের দিকে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। Representative Image
advertisement
3/6
আজ, সোমবার কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি নীচে। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৪ ডিগ্রি নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কোনও বৃষ্টি হয়নি। Representative Image
advertisement
4/6
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ, সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হালকা, মাঝারি বৃষ্টি সঙ্গে ঝোড়ো হওয়া থাকবে বিকেলের পর থেকে। Representative Image
advertisement
5/6
আগামিকাল, মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দিন ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে। বৃহস্পতি ও শুক্রবার থেকে ফেরত বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস ৷ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে কোচবিহার, মালদহ, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। Representative Image
advertisement
6/6
কাল, মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বর্ষা এগোচ্ছে। অনুকূল পরিবেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বেশ কিছুটা এগিয়েছে। আরব সাগরের অনেকটা অংশে এবং মধ্য বঙ্গোপসাগরে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা প্রবল ৷ বৃষ্টি হতে পারে আজ। আবহাওয়া দফতরের পূর্বাভাস ২৭ মে কেরল পৌঁছবে মৌসুমী বায়ু। সিস্টেম রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, উত্তর-পশ্চিম ভারতের প্রভাব ফেলবে আগামী কয়েকদিন। Representative Image