TRENDING:

West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বর্ষণ, দুর্যোগ উত্তরেও ! রথের দিন অধিকাংশ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস

Last Updated:
আজ, বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড়ের পাশাপাশি শুরু হবে ভারী বর্ষণ। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে আজ। এই জেলাগুলির পাশাপাশি শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দুই বর্ধমান এবং বীরভূমেও।
advertisement
1/5
দক্ষিণের বেশ কিছু জেলায় ভারী বর্ষণ, দুর্যোগ উত্তরেও ! রথের দিন অধিকাংশ জেলাতেই বৃষ্টি হবে
শুক্রবার রথের দিন রাজ্যের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। সব জেলার বেশিরভাগ জায়গাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝোড়ো হওয়া সঙ্গে বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই রয়েছে।
advertisement
2/5
সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। রথযাত্রার পরে ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। রথযাত্রায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আজ, বুধবার এবং শুক্রবার বেশি থাকবে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।
advertisement
3/5
আজ, বুধবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গে। ঝড়ের পাশাপাশি শুরু হবে ভারী বর্ষণ। হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে আজ। এই জেলাগুলির পাশাপাশি শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে দুই বর্ধমান এবং বীরভূমেও। আজ উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সময় মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে। আজ বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও। তবে দাপট কমবে। বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হবে। ওই দিন দার্জিলিং ও কালিম্পঙে ভারী বৃষ্টি হবে।
advertisement
4/5
কলকাতায় শুক্রবার রথের দিন বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ, বুধবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। বাতাসে জলীয় বেশি থাকায় বেলা বাড়লে অস্বস্তি বাড়বে। বৃষ্টি না হলেই অস্বস্তি থাকবে।
advertisement
5/5
কলকাতায় আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬১ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ২.৫ মিলিমিটার।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বর্ষণ, দুর্যোগ উত্তরেও ! রথের দিন অধিকাংশ জেলাতেই বৃষ্টির পূর্বাভাস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল