West Bengal Weather Update: কলকাতায় বৃষ্টির পূর্বাভাস ! দুই বঙ্গে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Kolkata Weather Report: আগামী তিন দিন কলকাতায় তাপমাত্রা ১৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। শুক্রবার থেকে পারদ পতনের সম্ভাবনা।
advertisement
1/6

কলকাতায় বৃষ্টির পূর্বাভাস। আজ, মঙ্গলবার ও কাল, বুধবার মূলত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে বৃষ্টি। উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আগামী তিন দিন কলকাতায় তাপমাত্রা ১৭ ডিগ্রির কাছাকাছি থাকবে। শুক্রবার থেকে পারদ পতনের সম্ভাবনা। তবে জাঁকিয়ে শীত এখনই নয়। আজ ও কাল সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রিপোর্টার- বিশ্বজিৎ সাহা
advertisement
2/6
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হওয়ায় বাধা। কলকাতায় তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। রাজ্য জুড়েই বাড়ছে তাপমাত্রা। আগামী কয়েকদিন এমনই থাকবে তাপমাত্রা। সপ্তাহের শেষে পারদ পতনের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার পূবালী হওয়ার সংঘাতে বৃষ্টি হতে পারে রাজ্যে। উত্তুরে হাওয়া কমে যাওয়ায় সাগর থেকে জলীয়বাষ্প নিয়ে পূবালী হওয়া ঢুকছে বাংলায়। আজ, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ৩ ডিগ্রি বেশি।
advertisement
3/6
আজ, মঙ্গলবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের অন্য জেলাতেও।
advertisement
4/6
দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মত পশ্চিমের জেলা গুলি ছাড়াও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, নদীয়া এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
5/6
উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বুধবার। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/6
আজ ও কাল শিলাবৃষ্টি, এমনকি উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পং। বৃহস্পতিবারেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি আর উত্তরবঙ্গে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের।