West Bengal Weather Update: বৃষ্টি মাটি করবে না তো দুর্গাপুজোর শোভাযাত্রা? আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: ত সময় এগিয়ে আসছে ততই মুখ ভার হচ্ছে আকাশের। এই আবহে দেখে নিন আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দক্ষিণবঙ্গের আকাশই বা কেমন থাকবে আজ?
advertisement
1/9

নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। বেলা বাড়তেই বাড়ছে আকাশে মেঘের ঘনঘটা। বেশ কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে দু-এক পশলা। এদিকে আজই রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্যোগে 'ইউনেস্কো'কে ধন্যবাদ জানাতে শোভাযাত্রা।
advertisement
2/9
দুপুর দুটোতে শুরু হতে চলেছে শোভাযাত্রা। চলছে প্রস্তুতি। কিন্তু যত সময় এগিয়ে আসছে ততই মুখ ভার হচ্ছে আকাশের। এই আবহে দেখে নিন আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? দক্ষিণবঙ্গের আকাশই বা কেমন থাকবে আজ?
advertisement
3/9
দুর্গাপুজোর উৎসবের পাশাপাশি পুজোর কেনাকাটার মধ্যেই এদিকে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি গোটা সেপ্টেম্বর জুড়ে। চিন্তার কথা ইতিমধ্যেই শুনিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা। সেপ্টেম্বর মাসজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এর ফলে পুজোর বাজার প্রভাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
advertisement
4/9
পশ্চিমবঙ্গের উপকুলে ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত উপস্থিত। যার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। তবে আগের নিম্নচাপের শক্তি কমেছে। এই আবহে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা এখনই নেই।
advertisement
5/9
তবে সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহ বা শেষ সপ্তাহে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। রিপোর্ট অনুযায়ী, সেপ্টেম্বরে বঙ্গোপসাগরে ৩ থেকে ৫টি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তার মধ্যে ২ থেকে ৩টি ঘূর্ণাবর্ত পরিণত হতে পারে নিম্নচাপ বা গভীর নিম্নচাপে।
advertisement
6/9
আজ কয়েক পশলা বৃষ্টি হতে পারে কলকাতায়। বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। স্বাভাবিকের থেকে তা ৩ ডিগ্রি কম। এদিকে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা শতকরা ৯০ শতাংশের উপরে থাকবে। তাই গরমের অস্বস্তি রয়ে যাবে আজও।
advertisement
7/9
দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হয়েছে গত কদিনে। পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে।
advertisement
8/9
আজ থেকে অবশ্য বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। সকাল থেকে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশে চড়া রোদ। তবে আগামী রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।
advertisement
9/9
উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উপরের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাপমাত্রার বিশেষ পরিবর্তনের পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও তাপমাত্রার বড় ধরনের কোনও হেরফের হবে না। তবে আর্দ্রতাজনিত গরমে অস্বস্তি বাড়তে পারে দক্ষিণের জেলাগুলিতে।