West Bengal Weather Update: খুব সাবধান! দমকা ঝোড়ো হাওয়া, একটু পরেই দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ জেলা কাঁপাবে ঝড়জল! আবহাওয়ার Update
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। পাশাপাশি কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনো জায়গায়।
advertisement
1/7

কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানিয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কিছু অংশে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলায়। মানুষজনকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
advertisement
2/7
সকাল থেকে কলকাতা-সহ আশপাশের এলাকার আকাশ পরিষ্কার থাকলেও বিকেলে বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া। আলিপুর আবহাওয়া (weather) দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal) সর্বত্রই মৌসুমী বায়ু প্রবেশ করেছে। এদিন দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই। আকাশ থাকবে মেঘলা। বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়।
advertisement
3/7
মঙ্গলবার সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৪৮ ঘণ্টা অর্থাৎ ২৩ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও আপাতত দিনের তাপমাত্রার কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।
advertisement
4/7
পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে বেশি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কোথাও টানা বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। প্রসঙ্গত ১৮ জুন দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে আর দুদিনের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে ছড়িয়ে পড়ে।
advertisement
5/7
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, কলকাতায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। পাশাপাশি কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহকারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোনও কোনো জায়গায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। সোমবার এই তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। এদিন সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯০%।
advertisement
6/7
আজ সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টা অর্থাৎ ২২ জুন বুধবার সকালের মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাধারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
7/7
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৩ জুন বৃহস্পতিবার সকালের মধ্যে সবকটি জেলারই কোথাও না কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি আপাতত চলতে থাকলেও তার বেগ কমবে। তবে ২-৩ দিন পরে তা ফের বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে।