West Bengal Weather: সোমবারই ঘনাতে পারে নিম্নচাপ, তারপর কেমন থাকবে বাংলার আবহাওয়া? হাওয়া অফিস বলছে...
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather: আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
1/6

#কলকাতা: রবিবার, ছুটির দিনে শীতের আমেজ কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলায়। হালকা শীতের আমেজ রয়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত এই ধরনের আবহাওয়া কয়েকদিন থাকবে। রবিবারও পরিষ্কার থাকবে আকাশ।
advertisement
2/6
রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। ডিসেম্বরের শুরুর দিক পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
3/6
এদিকে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক মাপকাঠিতেই ছিল। কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শহরের সর্বাধিক এবং সর্বনিম্ন আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ ও ৮২ শতাংশ।
advertisement
4/6
তবে, কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ''আগামী কয়েক দিনে রাতের দিকে তাপমাত্রা সামান্য কমতে পারে হয়ত। তবে শীতের দাপুটে ইনিংস এখনই শুরু হচ্ছে না বাংলায়।
advertisement
5/6
একই সঙ্গে থাকছে নিম্নচাপ নিয়ে কিছু সতর্কবার্তাও। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৯ নভেম্বর অর্থাৎ সোমবার আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। উত্তর ও উত্তর পশ্চিম দিকে তা এগোতে পারে বলেই প্রাথমিকভাবে মনে করছে হাওয়া অফিস।
advertisement
6/6
তবে, আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী মাসের এক তারিখ অবধি বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বাংলায়। এখনও তেমন শীত না পড়লেও এবার বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস।