West Bengal Weather Update: ঘূর্ণিঝড়ের ভয় নেই! আশ্বস্ত করে রাজ্যের আবহাওয়ার 'বড় আপডেট' দিল হাওয়া অফিস
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: কালী পুজোর আগেই কি ‘সুপার সাইক্লোন’-এর সম্ভাবনা? উত্তরে স্পষ্ট করল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে এখনই তেমন কোনও আশঙ্কা নেই।
advertisement
1/11

দুর্গাপুজোয় বিক্ষিপ্ত বৃষ্টি ছিলই। অনেকেরই মাটি হয়েছে ঠাকুর দেখা। কিন্তু কী হতে চলেছে কালীপুজোয়? ভাইফোঁটাও কী ভাসবে? উত্তরে বড় আপডেট শোনালো আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
2/11
কালীপুজোর সময়ই আছড়ে পড়তে পারে সুপার সাইক্লোন 'সিত্রাং'? এই নিয়ে বিস্তর আলোচনা চলছে। বিভিন্ন মহলে জল্পনা তুঙ্গে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া এবং জলবায়ু বিষয়ক গবেষক মোস্তাফা কামাল পলাশ জানিয়েছেন ১৭ অক্টোবরের মধ্যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা ২৫ তারিখ সুপার সাইক্লোন হয়ে আছড়ে পড়তে পারে।
advertisement
3/11
যদিও এই বিষয়ে দিল্লির মৌসম ভবন বা আলিপুর আবহাওয়া দফতরের তরফে এখনও পর্যন্ত কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কালী পুজোর আগেই কি ‘সুপার সাইক্লোন’-এর সম্ভাবনা? উত্তরে স্পষ্ট করল আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানাচ্ছে এখনই তেমন কোনও আশঙ্কা নেই।
advertisement
4/11
বিষয়টি নিয়ে আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আলিপুর আবহাওয়া দফতরের তরফে সেরকম কিছু জানানো হয়নি। ঘূর্ণিঝড় তৈরির কোনও সম্ভাবনা থাকলে তা আগেভাগেই হাওয়া অফিসের তরফে জানিয়ে দেওয়া হবে। সেইমতো সতর্কতা অবলম্বন করা হবে। তবে আপাতত কোনও সতর্কতা জারি করা হয়নি।
advertisement
5/11
এদিকে প্রতিদিনই প্রায় কলকাতায় বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে একই অবস্থা। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে আবহাওয়া দফতর আশার বানী শোনাল।
advertisement
6/11
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রবিবারের মধ্যেই রাজ্য থেকে বর্ষার বিদায় নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। আগের থেকে বৃষ্টির হার কমে গিয়েছে বলেও আবহাওয়া দফতর জানিয়েছে।
advertisement
7/11
আগামী দু-তিন দিনে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে এখনও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হচ্ছে। তবে আগামী কয়েক দিনে বৃষ্টির হার আগের থেকে অনেকটা কমে যাবে।
advertisement
8/11
১৪ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত ভারি বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে আবহাওয়া একেবারে শুকনো খটখটে হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। ১৬ তারিখের পর থেকে শুকনো আবহাওয়ার দেখা মিলবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
advertisement
9/11
শুক্রবার সকাল থেকেই কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাতে মেঘলা আবহাওয়া ছিল। একটা ভ্যাপসা গরম ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতার আকাশে মেঘ জমতে থাকে। বেশ কয়েক জায়গাতে বিচ্ছিন্নভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হয়।
advertisement
10/11
তবে ১৬ তারিখের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে। বর্ষা বিদায় নিতে চলেছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।
advertisement
11/11
আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৬ তারিখের পর থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসবে। পূর্বাভাসে বলা হয়েছে, ১৬ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই উত্তরবঙ্গে।