West Bengal Weather Update: সরস্বতী পুজোয় চরম দুর্যোগ ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের 'এই' সব জেলায়! বইবে কনকনে ঝড়ো হাওয়া! শীত নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
- Published by:Sayani Rana
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Update: সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত চার জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আশঙ্কা, এমনকি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।
advertisement
1/21

আর মাত্র ২ দিন তারপরই শেষ মাঘ। কিন্তু ঠান্ডা যেনো পিছু ছাড়ছে না, সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়ার কেমন মতিগতি থাকবে আগামী কয়েক দিনে? দেখে নিন।
advertisement
2/21
সরস্বতী পুজোর দিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত চার জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি আশঙ্কা, এমনকি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া।
advertisement
3/21
ভ্যালেন্টাইন্স ডের দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের আট জেলায়। বৃহস্পতিবার হালকা বৃষ্টি দক্ষিনবঙ্গ জুড়ে। আজ অর্থাৎ সোমবার থেকেই হাওয়া বদলের পূর্বাভাস আবহাওয়া দফতরের। কমবে উত্তর-পশ্চিমের শীতল হওয়ার প্রভাবও। বাড়বে দক্ষিণা বাতাস ও পূবালী বাতাসের দাপট।
advertisement
4/21
কমবে শীতের আমেজ, বাড়বে উষ্ণতা। বুধবার ও বৃহস্পতিবার এর মধ্যে আরও ৩-৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান। কলকাতার তাপমাত্রা ১৮ থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।
advertisement
5/21
ঘূর্নাবর্ত ও অক্ষরেখার প্রভাবে বৃষ্টির সম্ভাবনা মধ্য ভারত ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এর প্রভাবে মধ্য ভারত ও পূর্ব ভারতের বিহার ও ঝাড়খন্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাব পড়তে পারে বাংলাতেও।
advertisement
6/21
মঙ্গলবার থেকে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানের হালকা বৃষ্টির পূর্বাভাস। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়াবিদদের।
advertisement
7/21
দক্ষিণবঙ্গ আজও হালকা শীতের আমেজ। দুপুরেই হবে হাওয়া বদল, বাড়বে উষ্ণতা। একদিনে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আগামী দু-তিন দিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
8/21
আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়লেই দেখা যাবে পরিষ্কার আকাশ।
advertisement
9/21
১৩ ই ফেব্রুয়ারি, মঙ্গলবার। হালকা বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ও পশ্চিম বর্ধমানে। আকাশ মেঘলা থাকবে, সঙ্গে বইবে হালকা বাতাস। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা চার জেলায়।
advertisement
10/21
১৪ ই ফেব্রুয়ারি বুধবার, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, এবং পশ্চিম বর্ধমানে। বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা চার জেলায়-- পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। বজ্রবিদ্যু-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ এবং ঝাড়গ্রামে।
advertisement
11/21
১৫ই ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
12/21
শুক্রবার থেকে ফের আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে।
advertisement
13/21
উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকবে। কুয়াশার দাপট বেশি হওয়ার সম্ভাবনা জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে।
advertisement
14/21
আগামীকাল থেকে কুয়াশা কমবে। শুষ্ক ও পরিষ্কার আকাশ থাকবে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা শুধু দক্ষিণ দিনাজপুর ও মালদাতে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
15/21
কলকাতা সকালে হালকা কুয়াশা। পরে আকাশ পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
advertisement
16/21
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম।
advertisement
17/21
বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩০ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
18/21
আগামী সপ্তাহে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে। বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা মধ্যপ্রদেশের বিদর্ভ, ওড়িশা ও ছত্রিশগড়ে। সোমবার থেকে বুধবার বৃষ্টি হবে উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খন্ডে।
advertisement
19/21
শৈত্যপ্রবাহ পূর্ব রাজস্থান ও হিমাচল প্রদেশে। মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়েও বজ্রবিদ্যুৎ-সহ শিলাবৃষ্টির সম্ভাবনা। ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি অর্থাৎ আগামী রবিবার থেকে মঙ্গলবার এর মধ্যে ফের তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকা ও সমতলে।
advertisement
20/21
মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় ও ওড়িশাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে, শিলা বৃষ্টির সম্ভাবনা। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খন্ডে।
advertisement
21/21
আগামী পাঁচ দিনে উত্তর-পশ্চিম ভারতের ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, তাপমাত্রা বাড়বে পূর্ব ভারতের রাজ্যগুলিতেও আগামী দুই থেকে তিন দিনে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।