ভারী বৃষ্টির পূর্বাভাস! ঘূর্ণাবর্ত! পুজোয় ষষ্ঠী থেকে দশমী কি হতে চলেছে? পশ্চিমবঙ্গের আবহাওয়ার লেটেস্ট আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: পুজোর মুখেও দুর্যোগের কালো মেঘ পিছু ছাড়ছে না বাংলার। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
advertisement
1/15

পুজোর মুখেও দুর্যোগের কালো মেঘ পিছু ছাড়ছে না বাংলার। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে।
advertisement
2/15
দশমীর দিন বুধবার। এদিনও মূলত হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আংশিক মেঘলা আকাশ। কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা মাঝারি বৃষ্টি চলবে।
advertisement
3/15
সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯১ শতাংশ।
advertisement
4/15
হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,“ আজ এবং আগামিকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। সঙ্গে আদ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে । শনিবার রাত থেকে বৃষ্টি শুরু হবে । ওইদিন পূর্ব-মধ্য ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। ফলে 2 থেকে 5 অক্টোবর অর্থাৎ রবিবার থেকে বুধবার পর্যন্ত বলা যায় সপ্তমী থেকে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে।’’
advertisement
5/15
রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা। বিশেষত দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী থেকে মাঝারি বৃষ্টি হবে। সবমিলিয়ে এটা বলাই যায় 1 অক্টোবর থেকে 5 অক্টোবর পর্যন্ত কলকাতায় বৃষ্টি হবে । ”
advertisement
6/15
সপ্তমী থেকে দশমী বৃষ্টির সম্ভাবনা থাকছে রাজ্যজুড়ে। ভারী বৃষ্টির সম্ভাবনা উপকূলের কয়েকটি জেলায় শুধুমাত্র সপ্তমীতেই। পুজোর বাকি দিনগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। ষষ্ঠী পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি। আর্দ্রতা জনিত অস্বস্তি ক্রমশ বাড়বে। (তথ্য - বিশ্বজিৎ সাহা)
advertisement
7/15
১ অক্টোবর শনিবার ষষ্ঠীর দিন ঘূর্ণাবর্ত তৈরি হবে বঙ্গোপসাগরে। উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্ত তৈরির প্রবল সম্ভাবনা। ইতিমধ্যেই পশ্চিম, মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।
advertisement
8/15
এই ঘূর্ণাবর্ত ক্রমশ সরে গিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের সঙ্গে মিশে যেতে পারে। এর ফলে শক্তিশালী হতে পারে সেই ঘূর্ণাবর্ত আবহাওয়াবিদদের নজর এখন সেই দিকে।
advertisement
9/15
তৃতীয়া থেকে পঞ্চমী, মূলত আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতে। তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকবে। আর তাই আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। চতুর্থ ও পঞ্চমী আর্দ্রতা জনিত অস্বস্তি ক্রমশ বাড়তে থাকবে।
advertisement
10/15
ষষ্ঠীর দিন শনিবার। আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। কারণ এই দিন উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তটি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা। সকাল থেকে দুপুর বা বিকেল পর্যন্ত আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠতে পারে। রাতের দিকে কোথাও কোথাও বৃষ্টি শুরু হতে পারে। মূলত উপকূলের জেলাগুলিতে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকছে ষষ্ঠীর দিন শনিবার রাত থেকেই।
advertisement
11/15
সপ্তমীর দিন রবিবার। দক্ষিণবঙ্গ জুড়েই এদিন বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে উপকূলের জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই চার জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা। এই চার জেলার সংলগ্ন যে জেলাগুলি রয়েছে উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়ার মতো সেই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে।
advertisement
12/15
তবে এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টির প্রবল সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হালকা কোথাও মাঝারি বৃষ্টি চলবে দিনভর। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমতে পারে। সাময়িক স্বস্তি মিলবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
13/15
এ দিন উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টি শুরু হতে পারে।। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। কোন জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
14/15
অষ্টমীর দিন সোমবার। বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি মূলত মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই
advertisement
15/15
নবমীর দিন মঙ্গলবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি তবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি।