Heat Wave Alert in Kolkata I West Bengal Weather: ৪০ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা! পাল্টে যাচ্ছে বাংলার আবহাওয়ার ধরন, কয়েক দিনেই শুরু নয়া আশঙ্কা!
- Published by:Teesta Barman
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Heat Wave in Kolkata I West Bengal Weather: কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে।
advertisement
1/16

সোমবার থেকেই চাঁদি ফাটা গরম। চৈত্রের শেষে দাবদাহ। বাংলা বর্ষবরণেও তাপপ্রবাহের আশঙ্কা!
advertisement
2/16
বুধবার থেকে শনিবার কলকাতাতেও তাপপ্রবাহের পরিস্থিতি। ৪০ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা! আশঙ্কা আবহাওয়া দফতরের।
advertisement
3/16
দুই পর্যায়ে বাড়বে তাপমাত্রা। ১০ এপ্রিল পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।
advertisement
4/16
১০ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা-সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।
advertisement
5/16
সোমবার থেকে শনিবার পর্যন্ত বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। বাংলার ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে তাপমাত্রা। ১৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
advertisement
6/16
দক্ষিণবঙ্গের দু-এক জেলায় খুব সামান্য ছিটে-ফোঁটা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।
advertisement
7/16
ক্রমশ বাড়বে তাপমাত্রা। ইতিমধ্যেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে বাংলায়। গরম ও শুকনো আবহাওয়া থাকবে। এরাজ্যে যে ধরনের আর্দ্রতাজনিত অস্বস্তি থাকে তা উধাও হবে।
advertisement
8/16
পশ্চিমের রাজ্যগুলির মতো শুকনো গরম হাওয়া দেবে। ১০ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে বেশ কয়েকটি জেলাতে ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে পারদ। এই গরমে ত্বকে জ্বালা ভাব আসতে পারে।
advertisement
9/16
উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে সামগ্রিকভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। ক্রমশ বাড়বে তাপমাত্রা।
advertisement
10/16
কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে।
advertisement
11/16
আগামী সপ্তাহে ৩৮ ডিগ্রি ছাড়িয়ে ৪০ সেলসিয়াস ডিগ্রি ছুঁতে পারে কলকাতার তাপমাত্রা।
advertisement
12/16
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি তাপমাত্রা।
advertisement
13/16
বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৩ থেকে ৮৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
advertisement
14/16
পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। একটি অক্ষরেখা রয়েছে মধ্যপ্রদেশ থেকে তামিলনাড়ু পর্যন্ত। এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান সংলগ্ন এলাকায়।
advertisement
15/16
পশ্চিম ভারতের রাজ্য এবং মধ্য ভারতের রাজ্য বিশেষ করে বিদর্ভ ছত্তীসগড় মারাঠাওয়াড়া মধ্য মহারাষ্ট্র এই রাজ্যগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি, শিলাবৃষ্টির সতর্কতা।
advertisement
16/16
আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গনা কর্নাটক তামিলনাড়ু এবং কেরল সংলগ্ন এলাকায়। দক্ষিণ ভারতের পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে তাপমাত্রা বাড়বে আগামী কয়েক দিনে।