West Bengal Weather: আজই তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় অশনি, সরাসরি না হলেও বাংলাতেও বড় প্রভাব! কী হতে চলেছে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather: যার ফলে শুষ্ক ও গরম বসন্তের পরিবেশ। আগামী চার পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনাই নেই। দিনের বেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুধু দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
advertisement
1/5

দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরের কাছাকাছি এই গভীর নিম্নচাপের অবস্থান। মধ্য বঙ্গোপসাগরে তা আরও শক্তিশালী হবে। আগামী ২৪ ঘণ্টায় এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। আপাতত উত্তর দিকে অগ্রসর হচ্ছে। যার ফলে শুষ্ক ও গরম বসন্তের পরিবেশ। আগামী চার পাঁচ দিন বৃষ্টির কোন সম্ভাবনাই নেই। দিনের বেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শুধু দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
advertisement
2/5
সোমবার বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় অশনি। এই ঝড়ের নাম দিয়েছে শ্রীলঙ্কা। ইতিমধ্যেই দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। প্রাথমিকভাবে ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর দিকে এগোলেও পরবর্তীকালে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নেবে। মঙ্গলবার সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি উত্তর মায়ানমার উপকূলে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। যার ফলে সরাসরি প্রভাব পড়বে দক্ষিণ বাংলাদেশের জেলাগুলিতেও। এর সরাসরি প্রভাব আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে না পড়লেও এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। এর ফলে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে পারে। মঙ্গলবার ও বুধবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। প্রচুর জলীয় বাষ্প ঢোকায় অস্বস্তিও বাড়বে।
advertisement
3/5
বসন্তের পরিবেশে বাড়বে গরম। আগামী ৪-৫ দিনে তাপমাত্রা একই থাকবে। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে না আর। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। কলকাতার তাপমাত্রা ২৪ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ২৪ থেকে ৯২ শতাংশ থাকবে।
advertisement
4/5
দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই এখন। এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। জেলায় জেলায় সামান্য বাড়বে তাপমাত্রা। আগামী চার পাঁচ দিনে দিনের বেলার গরম আরও বাড়বে। সকালে ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে না বললেই চলে। তবে, রবি ও সোমবার দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলায় বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
advertisement
5/5
নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব না পড়লেও বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে আমাদের রাজ্যে। এর ফলে শুষ্ক আবহাওয়ার মাঝেই জলীয়বাষ্প বাড়তে থাকায় অস্বস্তিতে ধীরে বাড়বে। ২২ মার্চ, মঙ্গলবার আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে।