West Bengal Weather: ফের বৃষ্টির দাপট নাকি শুষ্ক থাকবে আবহাওয়া? পাঁচ দিনের জরুরি পূর্বাভাস হাওয়া অফিসের
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
West Bengal Weather: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে।
advertisement
1/5

কালীপুজোয় ছিল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাব। কিন্তু এবার ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি হবে নাকি আবহাওয়া থাকবে একেবারে অনুকূল? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কোনও জেলায় সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, উত্তরবঙ্গের একাংশে হালকা বৃষ্টি হতে পারে। (প্রতীকী ছবি)
advertisement
2/5
তবে, সেটাও উত্তরবঙ্গের সর্বত্র নয়। শুধুমাত্র দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। (প্রতীকী ছবি)
advertisement
3/5
হাওয়া অফিস জানাচ্ছে, আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিন এবং রাতের তাপমাত্রার বড় কোনও হেরফের হবে না। বিভিন্ন জেলায় ভোরের দিকে শীতশীত ভাব অনুভূত হবে। তবে, তা গোটা দিনজুড়ে থাকবে না। (প্রতীকী ছবি)
advertisement
4/5
আর আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিও মূলত শুষ্ক থাকবে। বৃহস্পতিবার সকালের দিকে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু সেই বৃষ্টির পরিমাণও কম। এরপর শুধুমাত্র দার্জিলিঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর রবিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। (প্রতীকী ছবি)
advertisement
5/5
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও দিন এবং রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। (প্রতীকী ছবি)