West Bengal Weather Update: তৈরি ঘূর্ণাবর্ত, এক ঝটকায় ঠাণ্ডা, শীতের আমেজ জেলায়, জেলায়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
West Bengal Weather Update: সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। কলকাতা তাপমাত্রা স্বাভাবিকের ১২ ডিগ্রি নিচে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
1/10

ওয়েদার আপডেট (Weather Update) বঙ্গোপসাগরে একটি এবং আরব সাগরে আরও একটি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে আগামীকাল পশ্চিম মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। নিম্নচাপটি বৃহস্পতিবার দক্ষিণ অন্ধপ্রদেশ উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে।Courtesy- IMD/ Satellite Image
advertisement
2/10
দুটি অক্ষরেখার রয়েছে কর্নাটকের উপকূলে নিম্নচাপ এলাকা থেকে। এই এলাকায় একটি ঘূর্ণাবর্ত (Cyclonic Storm) তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কঙ্কন পর্যন্ত বিস্তৃত যা মহারাষ্ট্র গোয়ার উপর দিয়ে গেছে। অপর অক্ষরেখা টি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। Courtesy- IMD/ Satellite Image
advertisement
3/10
অপর নিম্নচাপটি পূর্ব-মধ্য আরব সাগরের কর্ণাটক উপকূলে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হবে।
advertisement
4/10
পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেটে (West Bengal Weather Update) শীতের খবর৷ কুড়ি ডিগ্রির নিচে নামল কলকাতার পারদ। ছয় দিন পর স্বাভাবিক এর নিচে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় আজ সকালে তাপমাত্রা ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। রাতে ও সকালে হালকা উত্তরে হাওয়ায় শীতের (Winter) আমেজ ফিরল। শুক্রবার পর্যন্ত রাজ্যে হেমন্তের পরিবেশ।
advertisement
5/10
রাজ্যজুড়ে মনোরম পরিবেশ। হেমন্তের আবহাওয়া আগামী কয়েকদিন। রাতের তাপমাত্রা কমবে। সামান্য বাড়বে দিনের তাপমাত্রা। শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। নিম্নচাপের পরোক্ষ জেরে পুবালি হাওয়ার দাপট বাড়বে। সাগর থেকে জলীয়বাষ্প এসে আরও একবার মেঘলা আকাশ, রাতের তাপমাত্রা বাড়াবে।
advertisement
6/10
আপাতত বৃষ্টির (Rain) সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। দিনের তাপমাত্রা সামান্য বাড়বে। রাতের তাপমাত্রা কমবে। আগামী তিন-চার দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা কমে যাওয়ায় রাতে ও সকালের দিকে হালকা শীতের আমেজ। কলকাতা তাপমাত্রা স্বাভাবিকের ১২ ডিগ্রি নিচে থাকবে বলে অনুমান আবহাওয়াবিদদের।
advertisement
7/10
উত্তরবঙ্গের আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা সামান্য কমায় শীতের আমেজ ফিরবে ভোর বেলায়। সকালের দিকে বিক্ষিপ্তভাবে কুয়াশা থাকতে পারে বেশ কিছু এলাকায়।
advertisement
8/10
কলকাতায় এক ধাক্কায় রাতের তাপমাত্রা প্রায় আড়াই ডিগ্রি নেমে গেল। দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। আগামী চার পাঁচ দিন ভোরবেলা শীতের আমেজ ও মনোরম পরিবেশ।
advertisement
9/10
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এর আগে স্বাভাবিক এর নিচে কলকাতার তাপমাত্রা নেমেছিল ১০ নভেম্বর। সেদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার সেটা বেড়ে ২৯ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫২ থেকে ৯২ শতাংশ। বৃষ্টি হয়নি কলকাতায়।
advertisement
10/10
আগামী কয়েকদিন মধ্যপ্রদেশ, রাজস্থানে তাপমাত্রা বাড়বে। তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাডু পন্ডিচেরি, করাইকাল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ,মহারাষ্ট্র , গোয়া ও কঙ্কনে।