TRENDING:

West Bengal Weather Update: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়! বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! ঝোড়ো হাওয়া-তুমুল বৃষ্টির পূর্বাভাস বাংলায়...

Last Updated:
West Bengal Weather Update: Jawad ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা। শনি ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
advertisement
1/8
চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়! বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! ঝোড়ো হাওয়া-তুমুল বৃষ্টি...
তবে এরপরে ফের ঘূর্ণিঝড়ের গতিপথ পরিবর্তন হবে বলে জানিয়েছে মৌসম ভবন। সেখান থেকেই উপকূল বরাবর এটি উত্তর-উত্তরপূর্ব দিকে বাঁক নেবে।বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ। এই নিম্নচাপই গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। উত্তর-পশ্চিম অভিমুখ হয় শনিবার সকালে অন্ধ্র ও ওড়িশা উপকূলের কাছাকাছি পৌছবে এই ঘূর্ণিঝড়। 
advertisement
2/8
আবহাওয়ার পূর্বাভাস বলছে, এই কারণেই বাংলা উপকূলে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়বে সপ্তাহান্তে। শনিবার থেকে সোমবার পর্যন্ত ঝড়-বৃষ্টি সহযোগে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিদ্যমান থাকবে বাংলায়। শনিবার সকালেই দীঘা-সহ পূর্ব মেদিনীপুর উপকূলের অংশে ঝোড়ো হাওয়া বইবে। বিকেল থেকেই হাওয়ার পরিমাণ অনেকটা বেড়ে যাবে।
advertisement
3/8
বিকেল বা সন্ধ্যে থেকে ছয়-সাত ঘণ্টা দীঘার সমুদ্র উপকূল সংলগ্ন এলাকায় ৮০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার জেরে শনিবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি ঝড় চলবে বলেই জানাচ্ছে হাওয়া অফিসের সতর্কতা।
advertisement
4/8
মৎস্যজীবীদের আজ সন্ধ্যার মধ্যেই ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। মোট ১২ টি জেলায় মোতায়েন হতে চলেছে এনডিআরএফ। যার মধ্যে আট জেলায় ইতিমধ্যেই বাহিনী মোতায়েন হয়েছে। আগামীকাল থেকে পরবর্তী বিজ্ঞপ্তি না জানানো পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
advertisement
5/8
দীঘা মন্দারমণি-সহ সমুদ্র উপকূলে বিনোদনমূলক সমস্ত আক্টিভিটি বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। কলকাতাতেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
advertisement
6/8
ঘূর্ণিঝড়ের আতঙ্কে কাঁপছে পূর্ব উপকূল। শনিবার সকালে উপকূলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় জাওয়াদ। এর প্রভাবে সপ্তাহান্তে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দেবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
advertisement
7/8
শনিবার থেকে কলকাতা সহ উপকূল ও সংলগ্ন জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সর্তকতা। কলকাতাতে স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি উপরে রয়েছে পারদ। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিন পূবালী হাওয়ার দাপট বাড়বে, উত্তুরে হাওয়া কমবে।
advertisement
8/8
ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা বাংলায়? এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবে। উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা ক্রমশ আরও ঘনীভূত। শনি ও রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলেই আশঙ্কা করছে আবহাওয়া দফতর। সবমিলিয়ে জাওয়াদের আতঙ্কে ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষ দিনগুলি দুর্যোগপূর্ণ আবহাওয়াতে কাটবে বলেসোমবার পর্যন্ত বৃষ্টির সর্তকতা দক্ষিণবঙ্গে। অনুমান আবহাওয়াবিদদের।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Update: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়! বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ! ঝোড়ো হাওয়া-তুমুল বৃষ্টির পূর্বাভাস বাংলায়...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল