West Bengal Weather Update: উত্তরবঙ্গে ‘কোল্ড ডে’ পরিস্থিতি, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, কলকাতায় আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন
- Written by:BISWAJIT SAHA
- local18
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কলকাতায় আজ, শুক্রবার সকালে কুয়াশা ও পরে আংশিক মেঘলা আকাশ। বেলার দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই।
advertisement
1/6

উত্তরবঙ্গে কোল্ড ডে পরিস্থিতি। সকালে মেঘলা আকাশ ও কুয়াশা থাকবে, পরে আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দু-এক জেলায়। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
advertisement
2/6
অসময়ের এই বৃষ্টিতে ধান ও সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা। আগামিকাল, শনিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে। সিকিমে তুষারপাত হতে পারে আগামী দু-তিন দিন। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও তার প্রভাব পড়বে। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
3/6
সকালে কুয়াশা এবং পরে মেঘলা আকাশ। হালকা বৃষ্টির সম্ভাবনা পার্বত্য জেলাতে। দিনের তাপমাত্রা অনেকটা নেমে যাবে; শীতল দিনের পরিস্থিতি।
advertisement
4/6
আজ, শুক্রবার বেলায় আবহাওয়ার পরিবর্তন হবে। ঘন কুয়াশার সর্তকতা কয়েকটি জেলায়। কুয়াশা কেটে গেলে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। তাপমাত্রা ক্রমশ বাড়বে। কমবে শীতের দাপট। আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলায়। বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূল ও পার্বত্য এলাকায়।
advertisement
5/6
কলকাতায় আজ, শুক্রবার সকালে কুয়াশা ও পরে আংশিক মেঘলা আকাশ। বেলার দিকে পরিস্থিতির উন্নতি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। রাতের তাপমাত্রা একই রকম থাকবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা। এরপর তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নীচে থাকবে।
advertisement
6/6
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি নীচে। গতকাল, বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ৭ ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৭৩ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৪ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১.৮ মিলিমিটার।