TRENDING:

West Bengal Weather Report: জ্বালা ধরিয়ে দেবে গরম, বাংলায় বৃষ্টির সম্ভাবনাই বা কতটা? বিরাট খবর আবহাওয়া দফতরের

Last Updated:
West Bengal Weather Report: ফেব্রুয়ারির শুরুতেও এ বছর শীতের আমেজ অনুভূত হচ্ছিল ভালই। মাঝে তাপমাত্রা নেমেছিল বেশ অনেকটাই। কিন্তু গত কয়েক দিনে শীতের আমেজ কার্যত উধাও।
advertisement
1/7
জ্বালা ধরাবে গরম, বাংলায় বৃষ্টির সম্ভাবনাই বা কতটা? বিরাট খবর আবহাওয়া দফতরের
অবশেষে বিদায় নিয়েই নিল শীত। যাব যাব করেও যাওয়া হচ্ছিল না তার। বরং মাঝে ফের নিম্নমুখী হয় পারদ। তবে এ বার আর তেমন সম্ভাবনা নেই বলেই মনে করছেন আবহবিদরা। কারণ ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ই জ্বালা ধরাচ্ছে গরম। গত সোমবার এ যাবৎকালীন ফেব্রুয়ারির উষ্ণতম দিন ছিল। তাই ফেব্রুয়ারি থেকেই গরম বাড়বে বলে মনে করছে হাওয়া অফিস।
advertisement
2/7
ফেব্রুয়ারির শুরুতেও এ বছর শীতের আমেজ অনুভূত হচ্ছিল ভালই। মাঝে তাপমাত্রা নেমেছিল বেশ অনেকটাই। কিন্তু গত কয়েক দিনে শীতের আমেজ কার্যত উধাও। সেই তুলনায় বাড়ির বাইরে পা রাখলে অস্বস্তি বোধ হচ্ছে। বৃহস্পতিবারও সেই রেশই বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
advertisement
3/7
এ দিন জেলায় বৃষ্টির সম্ভাবনা তো নেই-ই, বাড়বে তাপমাত্রাও। রাতের দিকে কিছুটা কম হলেও অস্বস্তি থাকবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও গত কয়েক দিনের তুলনায় কমবে কিছুটা।
advertisement
4/7
সামগ্রিক ভাবে জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। তার ফলে কৃষিকাজের উপরেও এই অনাবৃষ্টির প্রভাব পড়েছে। তবে শীতের প্রাক্কালে, পুজোর ঠিক পর পর ধরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দেখা মিলেছে।
advertisement
5/7
বৃষ্টিতে ভিজেছে কলকাতাও। তাতে আশার আলো দেখেন কৃষকরা। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নতুন করে নিম্নচাপের জেরে চলতি সপ্তাহেও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা-সহ বাংলার বিভিন্ন জেলা।
advertisement
6/7
উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সিকিম ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে। শনিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অসম, নাগাল্যান্ড, মণিপুর এবং সিকিমে।
advertisement
7/7
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, ১৯ ফেব্রুয়ারি থেকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। যার জেরে হিমাচল প্রদেশ-সহ উত্তরাখণ্ডে তুষারপাতের সম্ভাবনা। এ ছাড়া পাদদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Weather Report: জ্বালা ধরিয়ে দেবে গরম, বাংলায় বৃষ্টির সম্ভাবনাই বা কতটা? বিরাট খবর আবহাওয়া দফতরের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল