West Bengal Latest Rain Forecast|| রক্তচক্ষু নিয়ে ফুঁসছে নিম্নচাপ! শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন! কোন কোন জেলায় দুর্যোগ? পূর্বাভাস...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal Weather News Updates, Deep depression over Bay of Bengal: ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলা এবং উত্তরবঙ্গের পার্বত্য জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস।
advertisement
1/14

*সোমবার সপ্তাহের শুরুর দিনে ফের বৃষ্টির সম্ভাবনা। উপকূলের তিন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী দুদিন মনোরম আবহাওয়া। শনিবার আংশিক মেঘলা আকাশ। মেঘলা আকাশে বাড়বে রাতের তাপমাত্রা। ফাইল ছবি।
advertisement
2/14
*সপ্তাহান্তে মেঘলা আকাশ। রবিবার রাতে অথবা সোমবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। খুবই সামান্য ছিটেফোঁটা বৃষ্টির সামান্য সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে। ফাইল ছবি।
advertisement
3/14
*দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ু উপকূলে। এর প্রভাবে বাড়বে পূবালী হাওয়ার প্রভাব এবং সঙ্গে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। ফলে শনিবারের পর রাতের তাপমাত্রা বাড়বে মেঘলা আকাশ হবে দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাগুলিতে। ফাইল ছবি।
advertisement
4/14
*শনিবার পর্যন্ত মনোরম পরিবেশ থাকবে। স্বাভাবিকের নিচেই থাকবে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরও কমতে পারে। শীতের আমেজ আরও একটু বাড়তে পারে। শনিবার আবহাওয়ার পরিবর্তন। ফের সপ্তাহান্তে মেঘলা আকাশের সম্ভাবনা। বাড়বে রাতের তাপমাত্রা।
advertisement
5/14
*আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, রবিবার রাত থেকে সোমবার এর মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর শহর উপকূল সংলগ্ন জেলাগুলিতে। ফাইল ছবি।
advertisement
6/14
*সোমবার থেকে বৃষ্টি রাজ্যে। বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাবে পূবালী হাওয়া সক্রিয়। পুবালি হাওয়ায় ভর করে রাজ্যে ঢুকবে জলীয় বাষ্প। জলীয় বাষ্প থেকে মেঘ পুঞ্জিভূত হয়ে দক্ষিণবঙ্গের উপকূল ও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/14
*আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সোমবার বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং জেলায়। সোম ও মঙ্গলবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও কলকাতাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা।
advertisement
8/14
*মঙ্গলবার উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে। বুধবারও হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পংয়ে।
advertisement
9/14
*কলকাতায় রাতের তাপমাত্রা আরও নেমে গেলেও, দিনের তাপমাত্রা কিছুটা বাড়বে। আগামী দু-দিন দিন ভোরবেলা শীতের আমেজ ও মনোরম পরিবেশ। সপ্তাহান্তে রাতের তাপমাত্রা ২০ ডিগ্রি ছাড়াতে পারে।
advertisement
10/14
*আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭-৯৩ শতাংশ। বৃষ্টি হয়নি কলকাতায়। ফাইল ছবি।
advertisement
11/14
*বঙ্গোপসাগরে একটি এবং আরব সাগরে আরও একটি নিম্নচাপ রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ পশ্চিম দিকে এগিয়ে আগামীকাল পশ্চিম মধ্য ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। নিম্নচাপটি বৃহস্পতিবার দক্ষিণ অন্ধপ্রদেশ, উত্তর তামিলনাড়ু উপকূলে পৌঁছবে। ফাইল ছবি।
advertisement
12/14
*অপর নিম্নচাপটি পূর্ব-মধ্য আরব সাগরের কর্ণাটক উপকূলে অবস্থান করছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও শক্তিশালী হবে। ফাইল ছবি।
advertisement
13/14
*দুটি অক্ষরেখার রয়েছে কর্নাটকের উপকূলে নিম্নচাপ এলাকা থেকে। এই এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা কঙ্কন পর্যন্ত বিস্তৃত যা মহারাষ্ট্র গোয়ার উপর দিয়ে গেছে। অপর অক্ষরেখা টি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফাইল ছবি।
advertisement
14/14
*আগামী কয়েকদিন মধ্যপ্রদেশ, রাজস্থানে তাপমাত্রা বাড়বে। ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাডু, পুদুচেরী, কেরল, করাইকাল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, মহারাষ্ট্র, গোয়া ও কঙ্কনে। ফাইল ছবি।