West Bengal Weather IMD Update: জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপটে আরও ঝড়বৃষ্টি! কলকাতা-সহ এই জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা, আবহাওয়ার বড় খবর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
West Bengal Weather IMD Update: আবহাওয়া দফতরের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা সঙ্গে হতে পারে বজ্রপাত। বৃহস্পতিবারের মতো শুক্রবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া কয়েক জেলায়।
advertisement
1/7

গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ ও ঝড়বৃষ্টি চলছে। বৃহস্পতিবারও তার অন্যথা হল না। সন্ধে গড়াতেই কলকাতার উত্তর-দক্ষিণে নামল মুষলধারে বৃষ্টি। পূর্বাভাস ছিলই। সেই মতোই নামল শহরের নানা প্রান্তে বৃষ্টি।
advertisement
2/7
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা সঙ্গে হতে পারে বজ্রপাত। বৃহস্পতিবারের মতো শুক্রবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া কয়েক জেলায়।
advertisement
3/7
বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। এক সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা।
advertisement
4/7
শুক্রবার কলকাতাতেও বৃষ্টি হবে, অনুমান আবহাওয়াবিদদের। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বেলা বাড়লে অস্বস্তি বাড়বে।
advertisement
5/7
একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর-পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। অসমের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।
advertisement
6/7
দক্ষিণবঙ্গে আজ আংশিক মেঘলা আকাশ। বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশ। কালও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে চার-পাঁচ জেলায় শিলাবৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। শনিবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে।
advertisement
7/7
ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা।