Bengal Rain Forecast: চাঁদিফাটা গরমে পুড়বে চামড়া! পশ্চিমী ঝঞ্ঝার খেলা শুরু, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির মেগা আপডেট, কবে আবহাওয়া বদল
- Published by:Teesta Barman
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Bengal Rin Update: ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে বিদর্ভের মধ্যে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৯ মার্চ, শুক্রবার। দক্ষিণবঙ্গ আজ ঝড়-বষ্টির কিছুটা বিরতি।
advertisement
1/18

Bengal Rain Forecast: রাজ্যে উষ্ণ আবহাওয়া এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গে আজ উপরের পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গের সম্ভাবনা কম। কাল থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় বৃষ্টির সম্ভাবনা। শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা ফের বাড়বে দক্ষিণবঙ্গে।
advertisement
2/18
Bengal Rain Forecast: দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। মার্চ মাসেই ৩৬ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা। কলকাতায় ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়াতে ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ।
advertisement
3/18
Bengal Rain Forecast: ঘূর্ণাবর্ত রয়েছে অসমে। অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে বিদর্ভের মধ্যে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে ২৯ মার্চ, শুক্রবার। দক্ষিণবঙ্গ আজ ঝড়-বষ্টির কিছুটা বিরতি। আংশিক মেঘলা আকাশ। কাল থেকে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার দক্ষিণবঙ্গ জুড়েই ঝড়বৃষ্টির পূর্বাভাস।
advertisement
4/18
Bengal Rain Forecast: আগামী দু-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্তভাবে স্বল্প সময়ের বৃষ্টির অল্প সম্ভাবনা।
advertisement
5/18
Bengal Rain Forecast: বৃহষ্পতিবার ২৮ মার্চ: দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া কয়েকটি জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/18
Bengal Rain Forecast: শুক্রবার ২৯ মার্চ: বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতেও কোথাও দু-এক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া।
advertisement
7/18
Bengal Rain Forecast: শনিবার ৩০ মার্চ: দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
8/18
Bengal Rain Forecast: বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়।
advertisement
9/18
Bengal Rain Forecast: উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি উত্তরবঙ্গে। মূলত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
advertisement
10/18
Bengal Rain Forecast: বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে। বিক্ষিপ্তভাবে মালদহ ও দিনাজপুরেও বিক্ষিপ্ত ভাবে দু’এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা।
advertisement
11/18
Bengal Rain Forecast: কলকাতায় আংশিক মেঘলা আকাশ। গরম ক্রমশ বাড়বে। দিন ও রাতের দু’টো তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। আজ বৃষ্টির সম্ভাবনা কম। কাল থেকে বৃষ্টির সম্ভাবনা। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
12/18
Bengal Rain Forecast: শনিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতাতে। সঙ্গে দমকা ঝড় ও বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ের গতি ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।
advertisement
13/18
Bengal Rain Forecast: কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস কম।
advertisement
14/18
Bengal Rain Forecast: বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
advertisement
15/18
Bengal Rain Forecast: মার্চ মাসের শেষে গরম বাড়বে দেশজুড়ে। ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে রাজস্থান, গুজরাত এবং মধ্যপ্রদেশের বেশ কিছু এলাকায়।
advertisement
16/18
Bengal Rain Forecast: গরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ভারত ও পশ্চিমের কিছু রাজ্যে। কোঙ্কন, গোয়া, কেরল, মাহে, তামিলনাডু, পণ্ডীচেরি, করাইকাল এবং সংলগ্ন এলাকায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া আগামী কয়েকদিন।
advertisement
17/18
Bengal Rain Forecast: একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে। তুষারপাতের সম্ভাবনা, বৃষ্টি জম্মু-কাশ্মীর-সহ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকার রাজ্যগুলিতে।
advertisement
18/18
Bengal Rain Forecast: ২৮-২৯ মার্চ বৃহস্পতি ও শুক্রবার আবহাওয়ার পরিবর্তন। বজবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা পঞ্জাব, হরিয়ানা-সহ উত্তর-পশ্চিম ভারতের সমতলের অংশে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরায়।