Kolkata Heavy Rain Alert : ২৪ ঘণ্টায় কলকাতা কাঁপিয়ে বৃষ্টি! মেঘে মেঘে ঢাকবে আকাশ, জেলায়-জেলায় তুলকালাম, আবহাওয়ার বদল কবে
- Published by:Teesta Barman
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Weather Update: আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
advertisement
1/12

দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা কমবে। শুক্রবার থেকে ফের বাড়বে বৃষ্টি। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে কোনও নিষেধাজ্ঞা নেই।
advertisement
2/12
উত্তর বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে। অনেকটা উত্তরে সরে আগামী ৪-৫ দিন হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে মৌসুমী অক্ষরেখা।
advertisement
3/12
ইতিমধ্যেই অনেকটা উত্তরে এগিয়ে গোরখপুর শোপাউল ও কোচবিহারের ওপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর-পশ্চিম ভারতে।
advertisement
4/12
আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বেশি থাকবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়।
advertisement
5/12
বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ কমবে। রবিবার থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
advertisement
6/12
উত্তরবঙ্গের উপরের দিকের জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে আগামী ২৪ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
7/12
বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দুই দিনাজপুরে। বুধবার ও বৃহস্পতিবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। শুক্র-শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।
advertisement
8/12
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় কমবে বৃষ্টির পরিমাণ। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
advertisement
9/12
কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার ১ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম।
advertisement
10/12
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৭ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ৫.১ মিলিমিটার।
advertisement
11/12
আগামী সাতদিন পশ্চিম ভারত, মধ্য ভারত ও দক্ষিণ ভারতে বৃষ্টির পরিমাণ কমবে। উত্তর পশ্চিম ভারতের বেশিরভাগ রাজ্যে বৃষ্টির পরিমাণ কমবে আগামী পাঁচ থেকে সাত দিন।
advertisement
12/12
প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী দু’দিনে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং বিহার, সিকিম ও ঝাড়খণ্ডে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী চার পাঁচ দিন। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং ত্রিপুরায়।