West Bengal Weather Forecast: নিম্নচাপের চোখরাঙানি! আগামী ২৪ ঘণ্টা প্রবল বর্ষণ উত্তরবঙ্গে! দক্ষিণেও ঝড়-বৃষ্টির সতর্কতা
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
West Bengal Weather Forecast: উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। ৫ ই সেপ্টেম্বর সোমবার পর্যন্ত চলবে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে। পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
1/13

সেপ্টেম্বরের শুরুতেই ফের নিম্নচাপ বাংলার আকাশে। আগামী ২৪ ঘণ্টায় প্রবল বর্ষণ হতে চলেছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও আগামিকাল বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা।
advertisement
2/13
কলকাতায় আংশিক মেঘলা আকাশ ছিল বৃহস্পতিবার। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আগামী দু-দিন। তাপমাত্রা স্বাভাবিকের বেশি থাকায় বাতাসে জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।
advertisement
3/13
সকালে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের দুই ডিগ্রি উপরে ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৮৯ শতাংশ।
advertisement
4/13
উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা। ৫ ই সেপ্টেম্বর সোমবার পর্যন্ত চলবে হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলিতে। পার্বত্য এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
advertisement
5/13
বৃহস্পতিবার ও শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি। প্রবল বৃষ্টি হতে পারে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। অতিভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
advertisement
6/13
শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে। শুধুমাত্র ভারী বৃষ্টির সতর্কতা উত্তর দিনাজপুর জেলায়।
advertisement
7/13
রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দার কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে দার্জিলিং কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন অংশে।
advertisement
8/13
সোমবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে।
advertisement
9/13
উত্তরবঙ্গে ফ্ল্যাশ ফ্লাড হতে পারে বেশ কিছু জেলাতে এমন সর্তকতার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় ধ্বস নামতে পারে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। নদীর জলস্তর অনেকটা বাড়তে পারে। শহর এলাকার অনেক ওয়ার্ড জলমগ্ন হতে পারে। শষ্যের ক্ষতি হতে পারে।
advertisement
10/13
আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই চলতি সপ্তাহে। আগামিকাল বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া মূলত পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হতে পারে।
advertisement
11/13
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের বেশি এবং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
advertisement
12/13
উত্তরবঙ্গে অতিরিক্ত বৃষ্টির কারণ মৌসুমী অক্ষরেখা। এই মুহূর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের উপর যেটি চলতি সপ্তাহে সক্রিয়ই থাকবে উত্তরবঙ্গে।
advertisement
13/13
মৌসুমী অক্ষরেখা অমৃতসর রোহতক বরেলি পাটনা বালুরঘাট এর ওপর দিয়ে বাংলাদেশ ও আসাম হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। দুটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাড়ু এবং সৌরাষ্ট্র কচ্ছ এলাকায়। একটি অক্ষরেখা রয়েছে শ্রীলংকা থেকে মধ্য প্রদেশ পর্যন্ত তামিলনাড়ুর উপর দিয়ে বিস্তৃত।