Kolkata Durga Puja 2024: রাত জেগে ঠাকুর দেখায় 'কুছ পরোয়া নেহি', পুজোয় রাতভর মিলবে সরকারি বাস, জানুন বিস্তারিত
- Published by:Shubhagata Dey
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Kolkata Durga Puja: লোকাল ট্রেন চলবে ভোররাত অবধি৷ মেট্রো চলবে ভোর অবধি৷ যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে সারা রাত বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। বিশেষ করে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন ও দমদম বিমানবন্দর অবধি যাতে বাসে চেপে যাওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে৷
advertisement
1/6

*লোকাল ট্রেন চলবে ভোররাত অবধি৷ মেট্রো চলবে ভোর অবধি৷ যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে সারা রাত বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহণ দফতর। বিশেষ করে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন ও দমদম বিমানবন্দর অবধি যাতে বাসে চেপে যাওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে৷ সংগৃহীত ছবি।
advertisement
2/6
*আজ পঞ্চমী থেকে পুজোর দিনগুলি সারারাত কলকাতায় চলবে সরকারি বাস। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, অনেকেই জেলা থেকে পুজো দেখতে কলকাতায় আসেন। প্রতিমা ও মণ্ডপ দর্শনের পর যাতে হাওড়া, শিয়ালদহ স্টেশন এবং বারাসতে পৌঁছতে তাঁদের যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য সারারাত সরকারি বাস পরিষেবা চালু থাকবে। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*শহরের বিভিন্ন পুজো মণ্ডপে পঞ্চমী থেকেই দর্শনার্থীদের ঢল আরও বাড়তে পারে। সেই কথা মাথায় রেখে সোমবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে কলকাতায় ধাপে ধাপে সরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*চতুর্থী এবং পঞ্চমী এই দুই দিনই রাজ্যের পরিবহণ নিগমের পক্ষ থেকে ৪০০ অতিরিক্ত বাস চালানো হবে প্রথম অর্ধে। অর্থাৎ এ দিন থেকেই মিলবে অতিরিক্ত বাস। স্বাভাবিকভাবেই পুজো মণ্ডপে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে সাধারণ মানুষের। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*ষষ্ঠী থেকে পুজোর বাকি দিনগুলিতে দ্বিতীয় অর্ধে বাড়বে বাসের সংখ্যা। পুজোর দিনগুলিতে সরকারি বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে। সকাল ১০টার পর ধাপে ধাপে বাড়ানো হবে বাস। পুজোর সময় রাস্তায় অতিরিক্ত ইলেকট্রিক বাস চলে। ফলে এই দিনগুলিতে যাতে বিভিন্ন ডিপোয় চার্জিং স্টেশনগুলি রাত পর্যন্ত খোলা থাকে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*বিমানবন্দর থেকে বাসের চাহিদা এই সময় বেশি থাকে। বহু মানুষ ওই রুটে কলকাতায় আসেন ঠাকুর দেখার জন্য। ফলে সংশ্লিষ্ট রুটে বাস বাড়ানোর উপর নজর দেওয়া হয়েছে। যদিও রাত ন'টা পর্যন্ত বাস পরিষেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন বেসরকারি বাস মালিকরা৷ তাদের দাবি একাধিক বাস কর্মী পুজোর সময়ে রাত অবধি বাস চালাতে আগ্রহ প্রকাশ করছেন না৷ ফলে পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে যারা বাসের ওপর নির্ভরশীল, তাদের সরকারি পরিবহণের দিকেই চেয়ে থাকতে হবে৷ সংগৃহীত ছবি।