শীতল পশ্চিমী হাওয়ায় নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই নেমে গেল তাপমাত্রার পারদ... কলকাতায় ১৭ ডিগ্রি
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াস আর বীরভূমে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা।
advertisement
1/8

জমিয়ে শীতের আমেজ রাজ্যজুড়ে। স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা।
advertisement
2/8
কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াস আর বীরভূমে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা।
advertisement
3/8
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহেই অনেকটা নামল পারদ। রাজধানী দিল্লি থেকে ছত্তিশগড় শৈতপ্রবাহের পরিস্থিতি। শীতল পশ্চিমী হাওয়ায় পারদ নামল অনেকটাই।
advertisement
4/8
আগামী শনিবার পর্যন্ত এরকমই থাকবে আবহাওয়া। রবিবার থেকে সামান্য বাড়তে পারে তাপমাত্রা।
advertisement
5/8
সকালের দিকে সামান্য কুয়াশা ও ধোঁয়াশা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে ও রাতে শীতের আমেজ। বেলায় কিছুটা কমার সম্ভাবনা।
advertisement
6/8
হরিয়ানা, ছত্রিশগড় ও রাজস্থানে ১৫ নভেম্বর পর্যন্ত শৈতপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
advertisement
7/8
অন্যদিকে উত্তরবঙ্গে জাঁকিয়ে শীতের আমেজ। ঘন কুয়াশায় ঢাকছে উত্তরবঙ্গ। উত্তরের পার্বত্য অঞ্চল দার্জিলিং ও কালিম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া শুষ্ক থাকবে। সপ্তাহান্তে আরও নামতে পারে তাপমাত্রার পারদ। হাড় কাঁপান শীত পড়তে চলেছে উত্তরের জেলাগুলিতে।
advertisement
8/8
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশী হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা রয়েছে।