West Bengal Cold Wave Forecast|| আরও কড়া শীতের কামড় বাংলায়, জেলায় জেলায় শৈত্য প্রবাহের সর্তকতা জারি
- Published by:Shubhagata Dey
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
West Bengal Cold Wave Forecast: দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের শৈত্যপ্রবাহের সর্তকতা। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা শৈত্য প্রবাহের কবলে পড়বে, সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
advertisement
1/8

*উত্তরবঙ্গে শীতল দিন আর দক্ষিণবঙ্গে শৈত্য প্রবাহের সর্তকতা কিছু এলাকায়। আগামী আরও ৫ দিন শীতের স্পেল থাকবে রাজ্যে। প্রতীকী ছবি।
advertisement
2/8
*উত্তরবঙ্গে কুয়াশা আর দক্ষিণে পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। প্রতীকী ছবি।
advertisement
3/8
*উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শীতল দিনের (কোল্ড ডে) সর্তকতা। দিনের বেলায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার থেকেও কম থাকবে। সকাল থেকে ঘন কুয়াশা দিনভর। আগামী ৪৮-৭২ ঘণ্টা এই পরিস্থিতি বজায় থাকবে। প্রতীকী ছবি।
advertisement
4/8
*দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের শৈত্যপ্রবাহের সর্তকতা। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকা শৈত্য প্রবাহের কবলে পরবে। সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টা শৈত্যপ্রবাহের সর্তকতা জারি। প্রতীকী ছবি।
advertisement
5/8
*সাধারণত সমতলে কোনও অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা যদি ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে হয় এবং স্বাভাবিকের থেকে তার পার্থক্য ন্যূনতম ৫ ডিগ্রি হয়, তাহলে আবহাওয়ার সেই পরিস্থিতিকে শৈত্যপ্রবাহ বলা হয়। প্রতীকী ছবি।
advertisement
6/8
*বিহারে একইসঙ্গে শৈত্যপ্রবাহ এবং শীতল দিনের সতর্কতা আগামী তিন দিন। ওড়িশার কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। প্রতীকী ছবি।
advertisement
7/8
*গঙ্গাসাগরে আবহাওয়া মোটের ওপর স্বাভাবিক থাকবে। সকালে হালকা কুয়াশা থাকলেও, বেলা বাড়লে পরিষ্কার হবে আকাশ। বাতাসের গতিবেগের ১০-২৫ কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। স্বাভাবিকের নিচে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। প্রতীকী ছবি।
advertisement
8/8
*উত্তর-পশ্চিমের বাতাস বইছে অবাধ গতিতে। তার প্রভাব থাকবে কলকাতা-সহ রাজ্যে। কলকাতায় ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। তবে ঠান্ডার ইনিংস চলবে। প্রতীকী ছবি।