TRENDING:

শুধু করোনা নয়, এই ৪ রোগে আক্রান্ত হলেও ১৪ দিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা

Last Updated:
নয়া নির্দেশিকা অনুযায়ী, কোনও সরকারি কর্মচারী বা তাঁর বাড়ির সদস্যরা উক্ত চার রোগের মধ্যে কোনও একটিতে আক্রান্ত হলে তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টাইন ছুটি দেওয়া হবে ৷
advertisement
1/4
শুধু করোনা নয়, এই ৪ রোগে আক্রান্ত হলেও ১৪ দিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা
কোয়ারেন্টাইন ছুটি নিয়ে নয়া নির্দেশিকা রাজ্যের ৷ করোনা ছাড়াও আরও চার সংক্রামক রোগকে কোয়ারেন্টাইন ছুটির তালিকাভুক্ত করল রাজ্য সরকার ৷ এই চার রোগে আক্রান্ত হলেও সরকারী কর্মীদের যেতে হবে ১৪ দিনের ছুটিতে ৷ একে কোয়ারেন্টাইন ছুটি (Quarantine Leave) হিসেবেই দেখা হবে বলে জানানো হয়েছে সরকারি নির্দেশিকায় ৷
advertisement
2/4
করোনা অর্থাৎ কোভিড ১৯ ছাড়াও সার্স (SARS) সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম , মার্স (MARS) মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম , সিসিএইচএফ (CCHF) ক্রিমিন কঙ্গো হেমারেজিক ফিভার এবং নোভেল ইনফ্লুয়েঞ্জা (N5H1) রোগের ক্ষেত্রেও সরকারি কর্মচারীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করল সরকার ৷
advertisement
3/4
নয়া নির্দেশিকা অনুযায়ী, কোনও সরকারি কর্মচারী বা তাঁর বাড়ির সদস্যরা উক্ত চার রোগের মধ্যে কোনও একটিতে আক্রান্ত হলে তাঁকে ১৪ দিনের কোয়ারেন্টাইন ছুটি দেওয়া হবে ৷
advertisement
4/4
নির্দেশিকায় কারণ হিসেবে বলা হয়েছে করোনার মতো এই বাকি রোগগুলিতে আক্রান্ত হয়ে অফিসে আসলে বাকি সহকর্মীদেরও সংক্রমণের আশঙ্কা থেকে যাবে ৷ সেই ভাবনা থেকেই এমন ব্যবস্থা ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা মেনেই এতদিন সরকারি কর্মী বা তার পরিবারের কেউ করোনা আক্রান্ত হলে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন লিভে পাঠানো হত ৷
বাংলা খবর/ছবি/কলকাতা/
শুধু করোনা নয়, এই ৪ রোগে আক্রান্ত হলেও ১৪ দিনের ছুটি পাবেন সরকারি কর্মীরা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল