TRENDING:

West Bengal Covid Update: ওমিক্রন আতঙ্কের মধ্যেই রাজ্যে বাড়ল করোনা মৃত্যু! উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার পরিসংখ্যান...

Last Updated:
West Bengal Covid Update: রাজ্যে যেখানে গত ২৪ ঘন্টায় মাত্র ৪১৮ জন করোনা আক্রান্ত, সেখানে শুধু কলকাতাতেই এদিন ১৩৫ জন আক্রান্ত হয়েছেন, আর মৃত্যু হয়েছে ২ জনের।
advertisement
1/8
ওমিক্রন আতঙ্কের মধ্যে রাজ্যে বাড়ল করোনা মৃত্যু! উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা...
ব্রিটেন ফেরত আলিপুরের বাসিন্দা তরুণীর শরীরে অমিক্রণ ভেরিয়েন্ট এর সন্ধান না পাওয়ায় কিছুটা স্বস্তি মিলেছে রাজ্যে। যদিও গোটা বিশ্বে হু হু করে ছড়াচ্ছে এই কোভিড ভ্যারিয়েন্ট। এরইমধ্যে আজ অমিক্রণ আক্রান্ত হয়ে বিশ্বের মধ্যে প্রথম ব্রিটেনে মৃত্যু হল এক জনের। এই পরিস্থিতিতে রাজ্যে বেশ কয়েকদিন ধরেই করোনা  আক্রান্ত হওয়ার সংখ্যা অনেকটাই কম ছিল এ যাবৎ। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৮৩ জন, সেটা আজ আবার এক ধাক্কায় অনেকটা কমে হয়েছে ৪১৮ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গতকাল ৬ জন ছিল,সেটা আজ বেড়ে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ১০ জনের মৃত্যু হয়েছে।
advertisement
2/8
আজ করোনা আক্রান্ত হওয়ার সংখ্যার থেকে করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা বেড়েছে। আজ করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৪৩৯ জন। আজ রাজ্যের সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আরো কিছুটা কমে ৭ হাজার ৫১৭ জন হল। তবে উদ্বেগ বাড়িয়ে গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় গতকালের থেকে এক ধাক্কায় অনেকটা কম হয়ে মাত্র ২২ হাজার ৩২৭ জনের করোনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৪১৮ জন করোনা পজিটিভ। যার ফলে রাজ্যে করোনা পজিটিভিটি রেট গতকালের ১.৫৯% এর থেকে বেশ কিছুটা বেড়ে ১.৮৭% হয়েছে।
advertisement
3/8
রাজ্যে চিকিৎসক মহলের একাংশ বলছেন, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার বলছে, ওমিক্রন আতঙ্কের জন্য আরও বেশি করে করোনা পরীক্ষা করার কথা, সেখানে আমাদের রাজ্যে প্রতিদিন অপেক্ষাকৃত কম করোনা পরীক্ষা করা হচ্ছে এবং তার ফলে আক্রান্তের সংখ্যা অনেক কম থাকছে, এটা যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। রাজ্যে করোনা পরীক্ষা করার সংখ্যা আরও বাড়ানো উচিত এবং একইসঙ্গে মানুষের উচিত কোনরকম করোনা উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করোনা পরীক্ষা করানো।
advertisement
4/8
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমলেও রীতিমত নিয়ম করে করোনা আক্রান্তের ক্ষেত্রে কলকাতার রেকর্ডকে অন্য কোন জেলা টপকাতে পারছে না। কলকাতায় করোনা আক্রান্তের ক্ষেত্রে প্রতিদিনই সবথেকে বেশি থাকছে। রাজ্যে যেখানে গত ২৪ ঘন্টায় মাত্র ৪১৮ জন করোনা আক্রান্ত, সেখানে শুধু কলকাতাতেই এদিন ১৩৫ জন আক্রান্ত হয়েছেন, আর মৃত্যু হয়েছে ২ জনের।
advertisement
5/8
অন্যদিকে এরপরই উত্তর ২৪ পরগনা জেলায় গতকালের থেকে কমে ৭৩ জন করোনা আক্রান্ত হয়েছে এবং করোনায় মৃত্যু হয়েছে আজ একধাক্কায় ৩ জনের। কলকাতার পাশের হাওড়া জেলায় আজ আক্রান্ত কমে ২৫ জন। দক্ষিণ ২৪ পরগনা জেলাও পিছিয়ে নেই, সেখানে করোনা আক্রান্ত বেশ কিছুটা কমে হয়েছে ৩৮ জন, মৃত্যু হয়েছে একজনের। অন্যদিকে হুগলি জেলাতেও গতকালের থেকে কমে করোনা আক্রান্ত হয়েছে ৩৮ জন, মৃত্যু হয়েছে একজনের।
advertisement
6/8
নদীয়া জেলায় আজ আবার আগের দিনের থেকে বেশ কিছুটা কমে করোনা আক্রান্ত হয়েছেন ১৭ জন, যদিও মৃত্যু হয়েছে দুজনের। পশ্চিম বর্ধমান জেলায় করোনা আক্রান্ত সংখ্যা আবার অনেকটাই কমে আজ আক্রান্ত হয়েছে ১৩ জন, মৃত্যু হয়েছে একজনের। নতুন করে পশ্চিম মেদিনীপুর জেলায় হঠাৎ করেই ১৪ জন একসঙ্গে করোনা আক্রান্ত হয়। দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা,উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদীয়া এবং পশ্চিম বর্ধমান বাদ দিয়ে আর কোনও জেলায় এদিন করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
advertisement
7/8
অন্যদিকে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের জেলাগুলির করোনা পরিস্থিতি আজ আরও অনেকটাই উন্নতি হয়েছে। কয়েকদিন আগেই উত্তরবঙ্গের জেলাগুলিতে করণা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা বাড়লেও গত কয়েকদিন ধরেই সেটা আবার বেশ খানিকটা নিয়ন্ত্রণ হয়েছিল,আজ আরও খানিকটা কমে যাওয়ায় অনেকটাই স্বস্তি গোটা উত্তরবঙ্গ জুড়ে। আজ উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং জেলায় সর্বাধিক করোনা আক্রান্ত,সেখানে আজ ১১ জন করোনা আক্রান্ত হয়েছে। এরপরই জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় ১০ জন করে করোনা আক্রান্ত হয়েছে। আজও বেশ কিছুটা স্বস্তি দিয়ে উত্তরবঙ্গের আটটি জেলার কোথাওই কারোর করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়নি।
advertisement
8/8
আজ রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত হয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম এবং  উত্তরবঙ্গের কালিম্পং, আলিপুরদুয়ার জেলায়। এই সবকটি জেলাতেই আজ মাত্র একজন করে করোনা আক্রান্ত হয়েছেন।  অন্যদিকে দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুর জেলায় আজ মাত্র ২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মুর্শিদাবাদ জেলাতেও এদিন আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে মাত্র তিনজন হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলার আক্রান্তের সংখ্যা মাত্র দুইজন করে হয়েছে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
West Bengal Covid Update: ওমিক্রন আতঙ্কের মধ্যেই রাজ্যে বাড়ল করোনা মৃত্যু! উদ্বেগ বাড়াচ্ছে কলকাতার পরিসংখ্যান...
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল