West Bengal Corona Updates|| পরীক্ষা কম হওয়া সত্ত্বেও বাড়ছে করোনা সংক্রমণের হার, উদ্বেগে চিকিৎসকরা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
West Bengal coronavirus updates: আতঙ্কের নতুন নাম ওমিক্রণ। দক্ষিণ আফ্রিকায় চিহ্নিত করোনাভাইরাসের নতুন প্রজাতির 'ওমিক্রন' নিয়ে সব রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
advertisement
1/11

*আতঙ্কের নতুন নাম ওমিক্রণ। দক্ষিণ আফ্রিকায় চিহ্নিত করোনাভাইরাসের নতুন প্রজাতির 'ওমিক্রন' নিয়ে সব রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রথমে বৎসোয়ানা, পরে দক্ষিণ আফ্রিকা এবং হংকংয়ে করোনাভাইরাসের ‘আরও ভয়ঙ্কর’ এই রূপের হদিশ মিলেছে। ফাইল ছবি।
advertisement
2/11
*ইজরায়েলে ডেল্টার থেকেও ভয়ঙ্কর করোনা প্রজাতির সন্ধান পাওয়া যাওয়ায় সেখানে একপ্রকার জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। আমেরিকাতেও জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে। ভাইরোলজির পরিভাষায় এই নতুন রূপের নাম বি.১.১৫২৯। অন্তত ৩২ বার স্পাইক প্রোটিন বদলে করোনাভাইরাসের এই রূপ তৈরি হয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ফাইল ছবি।
advertisement
3/11
*তবে তারই মধ্যে আজ রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা কমল। তবে এ দিন গোটা রাজ্যে এতটাই কম করোনা পরীক্ষা করা হয়েছে,যার ফলে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কম হয়েছে বলে অভিমত চিকিৎসক মহলের। এর ফলে যথেষ্ট চিন্তা বাড়িয়ে রাজ্যে করোনা সংক্রমনের হার বেশ কিছুটা বেড়েছে। গত পাঁচদিন ধরে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এবং সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেশ কিছুটা কমলেও করোনা সংক্রমনের সেই হারে না কমায়, উল্টে আজ আরও বেশ কিছুটা বাড়ায় যথেষ্ট উদ্বেগে চিকিৎসক মহল। সংগৃহীত ছবি।
advertisement
4/11
*তবে রাজ্যে সবার উপরে যথারীতি শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগণা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া। রাজ্যে বেশ কয়েকদিন ধরেই করোনা আক্রান্ত প্রায় প্রতিদিনই আটশোর ওপরে থাকছিল। সেখান থেকে গত ৭দিন ধরে করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা কমে। গতকাল তা সামান্য বেড়ে হয়েছিল ৭১৫। সংগৃহীত ছবি।
advertisement
5/11
*আজ সেই সংখ্যা আবার অনেকটাই কমে হয়েছে ৫১১জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গতকাল ১২ ছিল, সেটা আজ কমে ১১ হয়েছে। করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৫৭১। বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজারের নিচে নেমে ৭,৭৩৩। সংগৃহীত ছবি।
advertisement
6/11
*তবে উদ্বেগ বাড়িয়ে গোটা রাজ্যে গত ২৪ ঘন্টায় মাত্র ২৪,২৬৯ জনের করোনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৫১১ জন করোনা পজিটিভ। রাজ্যে করোনা পজিটিভিটি রেট গতকালের ২.০১% থেকে বেশ কিছুটা বেড়ে ২.১১%। রাজ্যে চিকিৎসক মহলের একাংশ বলছেন, যেখানে বারবার করে বলা হচ্ছে, আরও বেশি করে করোনা পরীক্ষা করার কথা, সেখানে রাজ্যে আজ এতটাই কম করোনা পরীক্ষা করা হয়েছে, তা কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ফাইল ছবি।
advertisement
7/11
*রাজ্যের মধ্যে যথারীতি করোনা আক্রান্তের ক্ষেত্রে কলকাতার রেকর্ডকে অন্য কোনও জেলা টপকাতে পারছে না। কলকাতায় করোনা আক্রান্তের ক্ষেত্রে সবথেকে বেশি। গত ২৪ ঘন্টায় কলকাতায় ১৬৩জন করোনা আক্রান্ত হয়েছে, আর মৃত্যু হয়েছে ৩ জনের। সংগৃহীত ছবি।
advertisement
8/11
*অন্যদিকে, এরপরই উত্তর ২৪ পরগনা জেলায় গতকালের থেকে কিছুটা বেড়ে ৯৫ জন করোনা আক্রান্ত হয়েছে এবং করোনায় মৃত্যু হয়েছে এক ধাক্কায় ৪ জনের। নতুন করে হাওড়ায় আক্রান্ত বেশ কিছুটা বেড়ে হয়েছে ২৬। মৃত্যু হয়েছে এক জনের। দক্ষিণ ২৪ পরগণায় আক্রান্ত ৪৭। ফাইল ছবি।
advertisement
9/11
*অন্যদিকে, হুগলিতেও করোনা আক্রান্ত হয়েছে ৪৪ জন। গোটা রাজ্যে যেখানে আজ অনেক কম মানুষ করোনা আক্রান্ত হয়েছে, নদিয়ায় আজ করোনা আক্রান্ত হয়েছেন ১৯জন, করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ২ জন। নতুন করে এ দিন পশ্চিম মেদিনীপুর জেলায় ১৩জন করোনা আক্রান্ত। সংগৃহীত ছবি।
advertisement
10/11
*বীরভূমে ১৪ জন করোনা আক্রান্ত। পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় ১১ জন করে আক্রান্ত হয়েছেন। তবে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের জেলাগুলির পরিস্থিতি কিছুটা ভাল। দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ১২ জন করে আক্রান্ত হয়েছেন। সংগৃহীত ছবি।
advertisement
11/11
*তবে স্বস্তির কথা দক্ষিণ দিনাজপুর জেলায় গত বেশ কয়েকদিন ধরেই করোনা আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী ছিল, সেখানে আজ করোনা আক্রান্ত অনেকটাই কমে ৪। আজ রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। এই দুই জেলাতেই মাত্র একজন করে আক্রান্ত হয়েছেন। ফাইল ছবি।