West Bengal Multiplex Reopens: আজ থেকে খুলছে শহরের মাল্টিপ্লেক্সগুলি, উৎসাহী সিনেপ্রেমীরা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
আজ বৃহস্পতিবার, ৫ অগস্ট থেকেই দর্শকদের জন্য খুলছে শহরের বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সের দরজা (West Bengal Multiplex Reopens)।
advertisement
1/6

আজ বৃহস্পতিবার, ৫ অগস্ট থেকেই দর্শকদের জন্য খুলছে শহরের বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সের দরজা (West Bengal Multiplex Reopens)। হলিউডের একটি সিনেমা দিয়েই শহর ও শহরতলির ছ'টি মাল্টিপ্লেক্সের দরজা খোলা হচ্ছে বলে আইনক্স সূত্রে খবর।
advertisement
2/6
কিছুদিনের মধ্যেই শহরের আরও কয়েকটি মাল্টিপ্লেক্স খুলে দেওয়া হবে। পাশাপাশি সিঙ্গল স্ক্রিন সিনেমা হলগুলি খোলার ব্যাপারেও বুধবার সিনেমা হলমালিকদের সংগঠনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিনেমা পেলেই শুক্রবার থেকে সেগুলি খোলা হবে। তবে পুরনো সিনেমা দিয়ে কোনও হলই খোলা হবে না।
advertisement
3/6
৫০ শতাংশ দর্শক নিয়ে খুলছে আইনক্স। আগামী সপ্তাহে খুলবে কলকাতার বাকি সিনেমা হলও, আশাবাদী ইম্পার প্রেসিডেন্ট। দীর্ঘদিন পর ফের হল খোলার খবরে স্বভাবতই উৎসাহী সিনেপ্রেমীরা। গত ৩০শে এপ্রিল করোনা সংক্রমণে লাগাম টানতে কড়া সিদ্ধান্ত নেয় রাজ্য, বন্ধ করে দেওয়া হয়েছিল সিনেমা হল।
advertisement
4/6
গত বছরও অতিমারীর জেরে প্রায় সাত মাস তালাবন্ধ ছিল সিনেমাহল, ধুঁকতে থাকা সিনেমা-শিল্পকে বাঁচাতে হল খোলবার সিদ্ধান্ত খুব জরুরি ছিল মত টলিউডের বড় অংশের।
advertisement
5/6
কলকাতা ও শহরতলিতে আইনক্সের ছটি মাল্টিপ্লেক্স খুলছে আইনক্স। প্রথম দফায় সিটি সেন্টার ১, কোয়েস্ট মল লিলুয়া, মেট্রো, মধ্যমগ্রাম, স্বভূমি-তে খুলছে আইনক্স। শুধু ই-টিকিটের মাধ্যমেই টিকিট কেটে হলে ঢোকা যাবে। 'দ্য সুইসাইড স্কোয়াড', 'গর্জিলা ভার্সেস কং', 'মুম্বই সাগা'র মতো ছবিগুলি প্রদর্শিত হবে আইনক্সে।
advertisement
6/6
চলতি মাসের ১৯ তারিখ মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের 'বেট বটম', মুক্তি পাবে বাংলা ছবি 'মুখোশ'ও। ফলে দর্শকের সংখ্যা বৃদ্ধি পাবে বলেই আশাবাদী হলগুলি।