Weather Update | West Bengal: নিম্নচাপ আরও ঘনীভূত হচ্ছে! বাংলার কোথায় কোথায় ভারী বৃষ্টির সতর্কতা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Weather Update | West Bengal: গতকালের গভীর নিম্নচাপ সকাল সাড়ে পাঁচটায় ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই অতি গভীর নিম্নচাপ এখন ওড়িশায় অবস্থান করছে।
advertisement
1/8

গতকালের গভীর নিম্নচাপ সকাল সাড়ে পাঁচটায় ঘনীভূত হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই অতি গভীর নিম্নচাপ এখন ওড়িশায় অবস্থান করছে।
advertisement
2/8
আবহাওয়া (West Bengal Westher Update) দফতর সূত্রে খবর, উত্তর ছত্তিশগড় হয়ে এটি মধ্যপ্রদেশের দিকে এগিয়ে যাবে। আগামী ২৪ ঘণ্টায় গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি হারাবে। যেহেতু নিম্নচাপটি বেশ দূরে অবস্থান করছে তাই এর প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে।
advertisement
3/8
তবে আগামী ২৪ ঘণ্টায় শক্তি হারালেও ফের গভীর নিম্নচাপে পরিণত হবে। অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু অংশে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
advertisement
4/8
পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার সমুদ্র উপকূলে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। হালকা ঝড়ো হাওয়া বইবে এই দুই জেলা লাগোয়া অন্য জেলাতেও। জানাচ্ছেন আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
advertisement
5/8
এই গভীর নিম্নচাপের জন্য মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলার পরিস্থিতির উন্নতি হবে।
advertisement
6/8
উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। প্রসঙ্গত কলকাতায় আজ সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। আকাশও মেঘলা।
advertisement
7/8
পুজো আসতে ঠিক আর একমাস বাকি। কিন্তু এখনও বৃষ্টির দাপটে জেরবার মানুষ। একেই মহামারীর জন্য বাইরে বেরোনোতে রয়েছে নানা বাধ্য বাধকতা। দোসর হয়েছে বৃষ্টি।
advertisement
8/8
এই সময়ে পুজোর বাজার করতে বেড়িয়ে পড়ে বাঙালি। কিন্তু প্রায় রোজই বৃষ্টির জেরে সেই পুজোর বাজারেও ব্যাঘাত ঘটছে।