Weather Update: দেশের উপর ৩টি সাইক্লোনিক সার্কুলেশন, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখরাঙানি, রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Update: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই এলাকায় নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল৷ এমনটাই ওয়েদার আপডেটে জানিয়েছে আইএমডি৷
advertisement
1/14

: দেশের ওপর একাধিক সাইক্লোনিক সার্কুলেশন৷ বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তো ছিলই ৷ এবার আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেল৷ নতুন এই সাইক্লোনিক সার্কুলেশনটি পশ্চিম মধ্য এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে৷ সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি ও ৭.৬ কিমি ওপর অবধি এটি বিস্তৃত রয়েছে৷
advertisement
2/14
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই এলাকায় নিম্নচাপ ক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল৷ এমনটাই ওয়েদার আপডেটে জানিয়েছে আইএমডি৷ Photo Courtesy- IMD/ Satellite Image
advertisement
3/14
এছাড়াও একটি সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে রয়েছে মধ্যপ্রদেশের ওপর দিয়ে৷ এটি নিম্ন ও মধ্য ট্রপোস্ফিয়ার স্তর অবধি বিস্তৃত রয়েছে৷
advertisement
4/14
এছাড়াও আরও একটি নিম্নচাপ ক্ষেত্র দক্ষিণ ওড়িশা এবং পাশ্ববর্তী এলাকায় বিস্তৃত রয়েছে৷ নিম্ন ট্রপোস্ফিয়ার স্তরে এটি বিস্তৃত রয়েছে৷
advertisement
5/14
এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি৷ মৌসম ভবনের ওয়েদার অ্যালার্ট অনুযায়ি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে৷
advertisement
6/14
অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ি সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস অবধি৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ হতে পারে ৮৮ শতাংশ৷ এটি অতিরিক্ত মারাত্মক আর্দ্রতার সূচক৷
advertisement
7/14
এরই জেরে ফিল লাইক সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াস৷ এদিকে দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে৷
advertisement
8/14
এদিকে সোমবার, মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ খানিকটা কম থাকলেও বুধবার থেকে ফের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
advertisement
9/14
এদিকে উত্তরবঙ্গেও বিচ্ছিন্নভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি ও বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে৷
advertisement
10/14
কম বৃষ্টিপাত, আপেক্ষিক আর্দ্রতা এবং তাপমাত্রার জেরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি থাকবে৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি - ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি বেশি থাকবে৷
advertisement
11/14
এদিকে সক্রিয় মৌসুমি বায়ু এবং একাধিক সাইক্লোনিক সার্কুলেশন ও নিম্নচাপের জেরে বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷
advertisement
12/14
উত্তরবঙ্গ, সিকিম,পশ্চিম রাজস্থান, ঝাড়খণ্ডে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে৷
advertisement
13/14
এছাড়াও বৃষ্টি হবে গুজরাত, কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, কেরল, মহারাষ্ট্র, কর্ণাটকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
advertisement
14/14
অত্যধিক ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মধ্যপ্রদেশে৷ বজ্র-বিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে রাজস্থান, সৌরাষ্ট্র, কচ্ছের মতো একাধিক জায়গায়৷