TRENDING:

Weather Update: ‘মোকা’-র জন্য কবে থেকে প্রকৃতির তাণ্ডব, সতর্ক করে স্পষ্ট জানিয়ে দিল হাওয়া অফিস, দেখুন

Last Updated:
Weather Update: রাতের মধ্যেই গভীর থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়।
advertisement
1/5
‘মোকা’-র জন্য কবে থেকে প্রকৃতির তাণ্ডব, সতর্ক করে স্পষ্ট জানাল হাওয়া অফিস
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এখন তাপপ্রবাহ চলছে৷ সেই পরিস্থিতিতে সত্যি আলাদা করে ঘূর্ণিঝড়ের কোনও প্রভাব মালুম পড়ছে না প্রকৃতির দিকে তাকিয়ে৷ তবে আবহাওয়া দফতর বলছে, ধীরে ধীরে সাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়৷
advertisement
2/5
আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ৷ ঠিক যে কারণে ঘূর্ণিঝড়ের প্রভাবে শুষ্ক গরমের সৃষ্টি হয়েছে, সেই কারণেই তাপপ্রবাহ দীর্ঘায়িত হচ্ছে৷ তার পরেই ক্রমে একেবারে পাল্টে যাবে রাজ্যের আবহাওয়া৷
advertisement
3/5
আবহাওয়া দফতরের সূত্রে বলা হয়েছে, শুক্র ও শনিবার উপকূলের তিন জেলায় বৃষ্টি হবে। বৃষ্টি বাড়বে রবিবার। কলকাতা ও পূর্ব মেদিনীপুর জেলা ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কবার্তা। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সতর্কবার্তা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে।
advertisement
4/5
আজ সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। রাতের মধ্যেই গভীর থেকে অতিগভীর নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায়। আগামিকাল বুধবার পূর্ব, মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোকা। প্রাথমিকভাবে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বৃহস্পতিবার বাঁক নিয়ে তা উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগোবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে।
advertisement
5/5
উত্তর বঙ্গোপসাগরে অর্থাৎ আমাদের রাজ্যের উপকূলে শুক্রবার থেকে রবিবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া নিষেধ। উপকূলে ফিরে আসতে হবে বৃহস্পতিবার বিকেলের মধ্যে। ঘূর্ণিঝড় মোকার প্রভাবে উত্তাল হবে উত্তর বঙ্গোপসাগর।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Weather Update: ‘মোকা’-র জন্য কবে থেকে প্রকৃতির তাণ্ডব, সতর্ক করে স্পষ্ট জানিয়ে দিল হাওয়া অফিস, দেখুন
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল