Weather Update| আজও ভাসবে বাংলা! জেলায় জেলায় বৃষ্টির অশনিসংকেত, যা বলছে হাওয়া অফিস
- Published by:Arka Deb
Last Updated:
Weather Update| কোন জেলায় কত বৃষ্টি আজ, যা বলছে আবহাওয়ার খবর।
advertisement
1/10

রাজ্যজুড়ে আজও বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরোদমেই, স্পষ্ট জানিয়ে দিল হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্ত ভাবে সব জেলাতেই। তবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। বরং খানি স্বস্তি উত্তরবঙ্গে, আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
advertisement
2/10
কেন এত বৃষ্টি: উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এই অক্ষরেখা মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকার পর বারানসি ও পাটনা হয়ে শান্তিনিকেতন ও ডায়মন্ড হারবার এর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এই জলীয় বাষ্প তৈরি করছে বজ্রগর্ভ মেঘ। এর প্রভাবেই শুক্রবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
3/10
কলকাতার আকাশ: আগামী ২৪ ঘণ্টায় মূলত মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি (স্বাভাবিক)। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি (স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি নিচে)। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৮৮ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২৫ মিলিমিটার।
advertisement
4/10
দক্ষিণবঙ্গের দুর্যোগ: আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি চার জেলায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। আগামুকাল শুক্রবার ভারী বৃষ্টি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়াতে। শুক্রবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি ও মেঘলা আকাশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই।
advertisement
5/10
উত্তরবঙ্গে খানিক স্বস্তি: আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে প্রায় সব জেলাতেই। কালিম্পং জলপাইগুড়িতে দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা বেশি।শনিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। রবিবার ফের ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলোতে।
advertisement
6/10
শনিবার মৌসুমী অক্ষরেখা আবার উত্তরে শিফট করবে। এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। রবিবার থেকে ফের ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে।
advertisement
7/10
আজ ও কাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সঙ্গে ভারী বৃষ্টি ওড়িশা, ঝাড়খন্ড ও বিহারে। এর ফলে বাড়বে নদীর জল স্তর। নীচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা।
advertisement
8/10
বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ এই মুহূর্তে সাধারণ নিম্নচাপ উত্তর পশ্চিম মধ্য প্রদেশের অবস্থান করছে। সঙ্গে ওই এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি পূর্ব রাজস্থান ও পশ্চিম মধ্যপ্রদেশে।
advertisement
9/10
মৌসুমী অক্ষরেখার পশ্চিম ভাগ সক্রিয় উত্তর পশ্চিম ভারতে। এর প্রভাবে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে আগামী চার পাঁচদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘণ্টায় ভারির চেয়ে অতি ভারী বৃষ্টি হবে উত্তরাখণ্ডে। এছাড়াও পাঞ্জাব হরিয়ানা সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে বৃষ্টির পূর্বাভাস।
advertisement
10/10
মৌসুমি বায়ুর প্রভাব কমবে দক্ষিণ ভারতের প্রভাব বাড়বে উত্তর ভারতে। শনিবার থেকে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির আসাম মেঘালয় সহ বৃষ্টি বাড়বে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।