Weather Update: অসহ্য গরমের অস্বস্তি কাটবে ২৪ ঘণ্টায়, ফের কাঁপিয়ে বৃষ্টি কলকাতা-সহ জেলায় জেলায়? আবহাওয়ার বড় খবর
- Published by:Raima Chakraborty
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Weather Update: শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলায়।
advertisement
1/11

দক্ষিণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে। উত্তরে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার ছিটেফোঁটা বৃষ্টি হবে দক্ষিণে। শুক্রবার হাওয়া বদল। শনি থেকে মঙ্গল বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)
advertisement
2/11
বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। কয়েকটি জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। শুক্রবারে আবহাওয়ার পরিবর্তন।
advertisement
3/11
মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখার পূবের অংশ শনিবার দক্ষিণবঙ্গের দিকে এগোবে।
advertisement
4/11
উত্তর বঙ্গোপসাগরে ও সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। উত্তর-পূর্ব বিহার থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত একটি অক্ষরেখা তৈরি। একটি অক্ষরেখা রয়েছে কর্ণাটক থেকে তামিলনাড়ু হয়ে কোমোরিন এলাকা পর্যন্ত। একটি ঘূর্ণাবর্ত রয়েছে মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে।
advertisement
5/11
উত্তরবঙ্গে উপরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কালিম্পংয়ে একটু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। আগামী কয়েক দিন ধরে উপরের দিকের জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্ত ভাবে হালকা মাঝারি বৃষ্টি।
advertisement
6/11
আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা তার উপরে থাকবে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর-সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।
advertisement
7/11
দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আর্দ্রতাজনিত অস্বস্তির চরমে উঠবে। দুই এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। খুব সামান্য হলেও বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান জেলায় সামান্য বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে। তাপমাত্রার সঙ্গে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
advertisement
8/11
শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলায়। শনিবার থেকে মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উপকূলের জেলাগুলিতে রবিবার দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।
advertisement
9/11
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আর্দ্রতা জনিত অস্বস্তি চরমে উঠবে। বৃষ্টির সম্ভাবনা কম। তাপমাত্রা স্বাভাবিকের উপরে; বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় অস্বস্তি অনেকটাই বাড়বে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে।
advertisement
10/11
কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৬ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৯ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
11/11
ওড়িশা, ছত্রিশগড়, তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি চলবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অসম ও মেঘালয়ে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও ভারী বৃষ্টি হবে। ভারী বৃষ্টি হবে সিকিম, তামিলনাড়ু, পন্ডিচেরি এবং কড়াইকালে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কোঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া কর্ণাটকে। ভারতের বেশিরভাগ জায়গা থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। গরম ও অস্বস্তি করা আবহাওয়া থাকবে অন্ধ্রপ্রদেশের নাম এবং রয়েলসীমাতে। (রিপোর্টার-- বিশ্বজিৎ সাহা)