TRENDING:

Kolkata Weather Update: আজও কি ভোগাবে প্যাচপ্যাচে গরম! নাকি কপালে আছে বৃষ্টি, জেনে রাখুন ওয়েদার আপডেট

Last Updated:
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে। আগামী পাঁচ দিনে, দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আগামী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয় বাষ্প কম থাকায় শুষ্ক গরম অনুভূত হবে। আপাতত দু-তিন দিনে কোথাও তাপ ও প্রবাহের সম্ভাবনাও নেই। পশ্চিমের জেলাতে শুষ্ক গরম বেশি থাকবে।
advertisement
1/6
আজও কি ভোগাবে প্যাচপ্যাচে গরম! নাকি কপালে আছে বৃষ্টি, জেনে রাখুন ওয়েদার আপডেট
দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া। দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে। আগামী পাঁচ দিনে, দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আগামী চার পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। জলীয় বাষ্প কম থাকায় শুষ্ক গরম অনুভূত হবে। আপাতত দুতিন দিনে কোথাও তাপ ও প্রবাহের সম্ভাবনাও নেই। পশ্চিমের জেলাগুলিতে এই শুষ্ক গরম বেশি অনুভূত হবে।
advertisement
2/6
কলকাতায় আজ সকালে আংশিক মেঘলা আকাশ হলেও পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও একটু বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে।
advertisement
3/6
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস নীচে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৬ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে।
advertisement
4/6
পশ্চিমি ঝঞ্ঝার রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে ঢুকবে শনিবার। উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা রয়েছে ঝাড়খন্ড থেকে তামিলনাড়ু পর্যন্ত। যেটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে গেছে। এছাড়া ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরপূর্ব বাংলাদেশ ও দক্ষিণ আসাম সংলগ্ন এলাকায়।
advertisement
5/6
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশ সহ উত্তর পশ্চিমের ভারতের রাজ্যগুলিতে। উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য  এলাকার কিছু অংশে আরও ৪৮ ঘণ্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।
advertisement
6/6
পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি আগামী ২৪ ঘণ্টা তারপর থেকে শুষ্ক আবহাওয়া। আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা কর্ণাটক তামিলনাড়ু এবং কেরাল সংলগ্ন এলাকায়। পশ্চিম ভারতের রাজ্য এবং মধ্য ভারতের রাজ্য বিশেষ করে ছত্তীসগড়, মহারাষ্ট্র এই রাজ্যগুলিতে আগামী পাঁচ দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টি তবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
Kolkata Weather Update: আজও কি ভোগাবে প্যাচপ্যাচে গরম! নাকি কপালে আছে বৃষ্টি, জেনে রাখুন ওয়েদার আপডেট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল