Weather Update: কুয়াশার দাপট রাজ্য জুড়ে! হু হু করে নামছে পারদ, কলকাতায় তাপমাত্রা কত? আবহাওয়ার বড় আপডেট
- Published by:Sayani Rana
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গে। সকালের দিকে রাজ্যের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। শীতের শুরু বাংলায়। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টায় সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই।
advertisement
1/8

ঘন কুয়াশার দাপট উত্তরবঙ্গে। দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে চলে আসবে। সকালের দিকে রাজ্যের বেশিরভাগ জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। শীতের শুরু বাংলায়। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝে শিলাবৃষ্টি ও তুষারপাতেরও সম্ভাবনা।
advertisement
2/8
উত্তরবঙ্গের চার জেলা কোচবিহার, জলপাইগুড়ি, মালদা এবং দক্ষিণ দিনাজপুরে ঘন কুয়াশার দাপট। আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী এই চার জেলাতেই দৃশ্যমানতা ২০০ মিটারের নীচে চলে আসবে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরেও আগামী দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে।
advertisement
3/8
আগামী ২৪ ঘন্টায় সকালের দিকে হালকা কুয়াশা দেখা যাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই।
advertisement
4/8
কলকাতায় ১৮ ডিগ্রির নীচে নামলো পারদ। আজ সকালে হালকা কুয়াশা থাকবে, পরে আকাশ পরিষ্কার থাকবে। শীতের আমেজ অনেকটাই বাড়ল। আগামী তিন চার দিনে ১৫ ডিগ্রির কাছাকাছি চলে যাবে কলকাতার তাপমাত্রা। শুরুতেই লম্বা স্পেলের সম্ভাবনা শীতের।
advertisement
5/8
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৬০ থেকে ৯৭ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
6/8
শীতের অনুকূল পরিস্থিতি দেশেও। আগামী তিন দিনে উত্তর ভারত, মধ্য ভারত ও পূর্ব ভারতে তাপমাত্রা আরও কমবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ঝাড়খন্ড এবং ওড়িশাতে।
advertisement
7/8
আগামী দুদিন বিহারে ঘন কুয়াশার দাপট দেখা যাবে। কুয়াশা থাকবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কুয়াশা দেখা যাবে। আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরাতে ভোর বেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে।
advertisement
8/8
উত্তর-পশ্চিম ভারতে আগামী দু'দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা নামতে পারে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস। উত্তর-পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতে আগামী ৪-৫ দিনে ক্রমশ পারদ নিচের দিকে নামবে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা কেরালা, তামিলনাডু, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরি মাহে, কারাইকালে।