West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা, প্রবল বর্ষণে ভাসবে উত্তরবঙ্গও
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
গোটা রাজ্যেই (West Bengal Weather Update) ভারী বর্ষণের সতর্কতা রয়েছে । উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা সক্রিয়।
advertisement
1/8

• আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যজুড়ে মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সর্তকতা। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই।
advertisement
2/8
• কলকাতায় মূলত মেঘলা আকাশ। দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ থাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমবে। বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।
advertisement
3/8
• আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রী বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে সামান্য বৃষ্টি হয়েছে ০.৫ মিলিমিটার।
advertisement
4/8
• উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ভারী বৃষ্টির সর্তকতা। পার্বত্য এলাকার দু'এক জায়গায় ধ্বস নামার আশঙ্কা। বাড়বে নদীর জল স্তর। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। উত্তরবঙ্গ জুড়ে মেঘলা আকাশ।
advertisement
5/8
• দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলের তিন জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সর্তকতা। দু-এক পশলা ভারী বৃষ্টি হবে নদিয়া এবং বীরভূমে। আগামিকাল ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ওড়িশা সংলগ্ন জেলাগুলিতেও বৃষ্টির প্রভাব বাড়বে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
advertisement
6/8
• উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখার সক্রিয়। উত্তরপ্রদেশের বারানসী এবং বিহারের পটনা হয়ে মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের মালদা উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় মেঘলা আকাশ বৃষ্টি রাজ্যজুড়ে।
advertisement
7/8
• মৌসুমী অক্ষরেখার পশ্চিমভাগ উত্তর-পশ্চিম ভারতে সক্রিয়। সুস্পষ্ট নিম্নচাপ অক্ষরেখা মধ্যপ্রদেশে অবস্থান করছে। আগামী ২৪ ঘন্টা পর এটি ক্রমশ দুর্বল হবে।
advertisement
8/8
• আগামী কয়েকদিন দক্ষিণ ভারতে বৃষ্টি কম হলেও উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি তে বৃষ্টি বাড়বে। মধ্যপ্রদেশ রাজস্থান উত্তরাখন্ড হিমাচল প্রদেশ এবং পশ্চিম ভারতের রাজ্যগুলি তে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।