TRENDING:

ফের জাঁকিয়ে ঠাণ্ডা ক্রিসমাস থেকে! ১৪ থেকে ১৫ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা! বড় আপডেট দিল হাওয়া অফিস

Last Updated:
advertisement
1/8
ফের জাঁকিয়ে ঠাণ্ডা ক্রিসমাস থেকে! ১৪ থেকে ১৫ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা! বড় আপডেট
হাবিবুর রহমান বিশ্বাস। আঞ্চলিক অধিকর্তা। আলিপুর আবহাওয়া দফতর বড়দিন থেকে ফের কমবে তাপমাত্রা। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে। তবে জাঁকিয়ে শীত নয়। ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পারদ থাকতে পারে।
advertisement
2/8
আপাতত শুষ্ক আবহাওয়া। শীতের আমেজ কমল বেশ কিছুটা। উইকেন্ডে উষ্ণতা সামান্য বাড়তে পারে। আগামী পাঁচ দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই।
advertisement
3/8
কুয়াশার সম্ভাবনা বাড়বে।‌ পশ্চিমের জেলায় এবং উত্তরবঙ্গের নিচের দিকের জেলাতে।কাল শনিবার ঘন কুয়াশার সতর্কতা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ দক্ষিণ ২৪ পরগনা, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
advertisement
4/8
রবিবার ঘন কুয়াশার সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। সোমবার ঘন কুয়াশার সতর্কতা উত্তর দিনাজপুর। বাকি জেলায় হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা।
advertisement
5/8
তারতম্য খুব বেশি না হলেও সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তাপমাত্রা এক এবং দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ সামান্য কমবে। দিনভর শীতের অনুভূতি কার্যত উধাও। সকালে হালকা কুয়াশা, দু-এক জায়গায় মাঝারি কুয়াশা। ঘন কুয়াশার কোনো সতর্কবার্তা নেই রাজ্যে। মূলত পরিষ্কার আকাশের সম্ভাবনা।
advertisement
6/8
দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
7/8
উত্তরবঙ্গের দার্জিলিঙে ৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি সর্বনিম্ন তাপমাত্রা। পার্বত্য এলাকায় ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকবে। উপরের পাঁচ জেলায় ৯ ডিগ্রি সেলসিয়াস থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা।
advertisement
8/8
উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদা সহ সংলগ্ন এলাকাতে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে বলে অনুমান আবহাওয়া দফতরের। তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না আগামী পাঁচ থেকে সাত দিনে।
বাংলা খবর/ছবি/কলকাতা/
ফের জাঁকিয়ে ঠাণ্ডা ক্রিসমাস থেকে! ১৪ থেকে ১৫ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা! বড় আপডেট দিল হাওয়া অফিস
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল