Weather Forecast : আজ থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথায় কোথায় ঝেঁপে আসছে বৃষ্টি? জানুন আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Weather Forecast :দিনভর কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি মেঘলা আকাশ। গত কয়েক দিনের তাপমাত্রা অনেকটা কমে যাবে
advertisement
1/10

উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন । ভারী বৃষ্টি শুরু আজ থেকে । দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে । কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে । দু-এক পশলা স্বল্প সময়ের হালকা বৃষ্টি চলবে । আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে পারে ।
advertisement
2/10
আগামী ২৪ ঘন্টায় ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে । সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক তাপমাত্রা । রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। এটাও স্বাভাবিক তাপমাত্রা। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতা শহরে বৃষ্টি হয়েছে ৬.৩ মিলিমিটার। উত্তরবঙ্গে আজ থেকে ভারী বৃষ্টি শুরু হবে । সকাল থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়।
advertisement
3/10
দিনভর কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি মেঘলা আকাশ। গত কয়েক দিনের তাপমাত্রা অনেকটা কমে যাবে। বিকেলের পর থেকে কিংবা রাত থেকে ভারী বৃষ্টি শুরু হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় । আগামিকাল মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
advertisement
4/10
দিনভর কয়েক পশলা বিক্ষিপ্ত বৃষ্টি মেঘলা আকাশ। গত কয়েক দিনের তাপমাত্রা অনেকটা কমে যাবে। বিকেলের পর থেকে কিংবা রাত থেকে ভারী বৃষ্টি শুরু হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় । আগামিকাল মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
advertisement
5/10
আপাতত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে আপাতত কোনও ভারী বৃষ্টির সম্ভাবনাই নেই । আগামী ৪/৫ দিনে অন্তত সেই সম্ভাবনা দেখছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদরা । বরং হালকা বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে।
advertisement
6/10
স্বল্প সময়ের জন্য বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে এই হালকা বৃষ্টি সম্ভাবনা থাকবে । দু এক জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে । বৃষ্টি না হলে সেই সময় আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে। বাতাসে জলীয় বাষ্প বেশি রয়েছে তার সঙ্গে ৩৩ ডিগ্রি বা তার বেশি তাপমাত্রা থাকলেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে অনেকটা । মৌসুমী অক্ষরেখা দক্ষিণ থেকে ক্রমশ উত্তরে সরছে। আরব সাগরের সুস্পষ্ট নিম্নচাপ থেকে মৌসুমী অক্ষরেখা সৌরাষ্ট্র কচ্ছ উপকূল হয়ে রাজস্থানের দিশা উদয়পুর কোটা গুনা এবং কাটনির পর ছত্রিশগড় সংলগ্ন এলাকায় নিম্নচাপে প্রবেশ করেছে । এই নিম্নচাপের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা ঝার্সিগুডা ও ভুবনেশ্বর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ।
advertisement
7/10
মৌসুমী অক্ষরেখা দক্ষিণ থেকে ক্রমশ উত্তরে সরছে। আরব সাগরের সুস্পষ্ট নিম্নচাপ থেকে মৌসুমী অক্ষরেখা সৌরাষ্ট্র কচ্ছ উপকূল হয়ে রাজস্থানের দিশা উদয়পুর কোটা গুনা এবং কাটনির পর ছত্রিশগড় সংলগ্ন এলাকায় নিম্নচাপে প্রবেশ করেছে । এই নিম্নচাপের উপর দিয়ে মৌসুমী অক্ষরেখা ঝার্সিগুডা ও ভুবনেশ্বর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ।
advertisement
8/10
এছাড়াও উত্তর পূর্ব আরব সাগরের গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে । পাশাপাশি ওড়িশা উপকূলের নিম্নচাপটি স্থলভাগের ভিতরে সরে ছত্তীসগড় ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে । সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করছে আর আরবসাগর উপকূলে আরও একটি অক্ষরেখা রয়েছে যেটি গুজরাত থেকে মহারাষ্ট্র উপকূল পর্যন্ত বিস্তৃত ।
advertisement
9/10
আগামী বৃহস্পতিবার পর্যন্ত পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা । বুধবার পর্যন্ত কেরালা ও মাহেতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মধ্যপ্রদেশ ও ছত্তীসগড়ে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা । মঙ্গলবার বিদর্ভে প্রবল বৃষ্টির সম্ভাবনা । কর্নাটকে আগামী দু’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ অর্থাৎ আগামী ২৪ ঘণ্টায় কোঙ্কন ও গোয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
advertisement
10/10
মঙ্গলবার থেকে উত্তরাখণ্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা । বৃহস্পতিবার এর মধ্যে প্রবল বৃষ্টি হতে পারে উত্তরাখণ্ড এবং হিমাচলপ্রদেশে । সোমবার থেকে বৃষ্টি শুরু হবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বৃহস্পতিবার পর্যন্ত অরুণাচল প্রদেশ অসম এবং মেঘালয়ে।