Cyclonic Circulation Update: হঠাৎ করেই আবহাওয়ার ভোলবদল, মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়, বড় আপডেট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Weather Update: অক্টোবরের শেষে নিম্নচাপ বঙ্গোপসাগরে। পুজোর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা! বাংলা ওড়িশা উপকূলে প্রভাব পড়তে পারে নবমী দশমীতে।
advertisement
1/14

হঠাৎ করেই কলকাতার আকাশে ভোলবদল৷ বেলা গড়াতেই পুজো পুজো আবহাওয়া ভ্যানিশ হয়ে মেঘলা আকাশের দেখা৷ আলিপুর আবহাওয়া দফতরের সাম্প্রতিক আবহাওয়া আপডেট অনুযায়ি ফের একবার বৃষ্টির ভ্রূকূটি৷
advertisement
2/14
পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বাঁকুড়া, পুরুলিয়া , পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টি হতে পারে৷
advertisement
3/14
এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলাতেও এদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে ১৮ তারিখ থেকে ফের বৃষ্টির সম্ভাবনা নেই৷
advertisement
4/14
অক্টোবরের শেষে নিম্নচাপ বঙ্গোপসাগরে। পুজোর মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা! বাংলা ওড়িশা উপকূলে প্রভাব পড়তে পারে নবমী দশমীতে।
advertisement
5/14
এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু উপকূলে। পুজোর মধ্যেই সপ্তমীর দিন বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে।
advertisement
6/14
শক্তিশালী হয়ে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে। এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে অন্ধ্র- ওড়িশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা। এর গতিপথ কোন দিকে হয় সেদিকে নজর আবহাওয়াবিদদের। এই নিম্নচাপের প্রভাবে দখিনা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে। বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে।
advertisement
7/14
আপাতত ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের দু এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমের জেলাতেও হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে৷ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে । জলীয় বাষ্প আরও কমে যাবে বাতাসে।
advertisement
8/14
তবে এই হঠাৎ করে আবহাওয়ার বদলে পুজো ভেস্তে যাবে এমন মনে করার কিছু নেই৷ সেভাবে বৃষ্টি ছাড়াই পুজো কাটবে বলে অনুমান আবহাওয়াবিদদের। ষষ্ঠী থেকে অষ্টমী বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। উত্তুরে হাওয়ার প্রভাব অনুভূত হবে।
advertisement
9/14
পশ্চিমের জেলাগুলিতে সকাল সন্ধ্যা হালকা শীতের হালকা অনুভূতি। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে নবমী দশমীতে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ উপকূল ও সংলগ্ন সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা।
advertisement
10/14
আপাতত ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া। উত্তরবঙ্গের দু এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে দিনের এবং রাতের। জলীয় বাষ্প আরও কমে যাবে বাতাসে।
advertisement
11/14
উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি জেলায়। আগামী ৪৮ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গে। ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। এরপর শুধু দার্জিলিং, কালিম্পং এ হালকা বৃষ্টি চলবে। ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে এবং বৃষ্টিও কমে যাবে উত্তরবঙ্গে। বুধ বৃহস্পতিবার থেকে শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে।
advertisement
12/14
দক্ষিণবঙ্গে আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। দু এক জায়গায় আংশিক মেঘলা আকাশ হতে পারে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। লীয়বাষ্পের পরিমাণ ক্রমশ কমতে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা কম। আবহাওয়ার পরিবর্তন শুরু হবে । দক্ষিণা বাতাসের জায়গায় উত্তুরে বাতাস প্রভাব বিস্তার করবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা ও কিছুটা কমতে পারে দিনের এবং রাতের। হালকা শীতের সামান্য অনুভূতি পশ্চিমের জেলাগুলিতে।
advertisement
13/14
পুজোয় দক্ষিণবঙ্গে অষ্টমীর দিন রবিবার পর্যন্ত রোদ ঝলমলে পরিষ্কার আকাশ। নবমীর দিন থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাব বাংলায়। সোম ও মঙ্গলবার নবমী ও দশমীর দিন কলকাতা,হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর এ আংশিক মেঘলা আকাশ বৃষ্টির সামান্য সম্ভাবনা।
advertisement
14/14
কলকাতায় মেঘমুক্ত পরিষ্কার আকাশ। আর্দ্রতাজনিত অস্বস্তি সামান্য থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমান ক্রমশ কমবে। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বৃহস্পতিবারের পর আবহাওয়ার আরও একটু পরিবর্তন হবে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে।