Monsoon in Bengal: বাংলায় কি অবশেষে বর্ষা এল? নাকি এখনও অপেক্ষা চলবে? জানুন আবহাওয়ার আপডেট
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Monsoon in Bengal: ভয়ঙ্কর তাপপ্রবাহ থেকে কলকাতাবাসীকে স্বস্তি দিয়েছে শুক্রবারের বৃষ্টি৷ বর্ষা কি তবে এল অবশেষে?
advertisement
1/8

ভয়ঙ্কর তাপপ্রবাহ থেকে কলকাতাবাসীকে স্বস্তি দিয়েছে শুক্রবারের বৃষ্টি৷ শনিবার সকালে বৃষ্টি না হলেও মেঘলা আকাশে তাপমাত্রা বেশি অনুভূত হয়নি৷ কমেছে আর্দ্রতাজনিত ঘামের সমস্যাও৷
advertisement
2/8
কিন্তু এখনও সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার কোনও লক্ষণ নেই। কারণ ফের ফিরতে পারে অস্বস্তিকর গরম। রাজ্যের পশ্চিমাঞ্চলের জন্য রয়েছে তাপপ্রবাহের আশঙ্কাও।
advertisement
3/8
তবে স্বস্তি সংবাদ রয়েছে উত্তরবঙ্গের জন্য। আবহবিজ্ঞানীরা জানিয়েছেন কিছু দিনের মধ্যে উত্তর বাংলার পাহাড়ি অংশ ও ডুয়ার্স এবং পড়শি রাজ্য সিকিমে বর্ষা ঢুকছে।
advertisement
4/8
শনিবার থেকে বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং ও ডুয়ার্সে। বিক্ষিপ্তভাবে হওয়া ভারী বৃষ্টিই সেখানে বর্ষার আগমনী বার্তা।
advertisement
5/8
তবে একই ছবি দক্ষিণ বঙ্গের জন্য নয়। সেখানে সাময়িক বৃষ্টি বর্ষা পৌঁছনর সংবাদ নয়। আবহবিদদের মতে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টির কারণ বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প।
advertisement
6/8
এই জলীয় বাষ্প থেকে স্থানীয় মেঘ তৈরি হচ্ছে। সেই মেঘ থেকেই বৃষ্টি হচ্ছে। গরমকালে এ ধরনের বজ্রগর্ভ মেঘ অস্বাভাবিক নয়। বৃষ্টির পাশাপাশি থাকে ঝোড়ো বাতাস ও বজ্রপাত।
advertisement
7/8
গাঙ্গেয় বঙ্গে বর্ষা কবে আসবে, এখনও বলতে পারছেন না আবহবিজ্ঞানীরা। কেরলে সবে বৃহস্পতিবার বর্ষা ঢুকেছে। সেটি উত্তরমুখে উঠে কবে বাংলায় আসবে, সে বিষয়ে নিশ্চিত নন বিজ্ঞানীরা।
advertisement
8/8
উত্তরবঙ্গে বর্ষার আগমন মূলত উত্তর পূর্ব ভারত থেকে বলে ধারণা বিজ্ঞানীদের। তাই বর্ষার জন্য দক্ষিণবঙ্গ তথা গাঙ্গেয় বঙ্গের অপেক্ষা এখনও শেষ হয়নি।