Monsoon Update: দগ্ধ কলকাতায় স্বস্তির বৃষ্টি কবে, কেনই বা এত দেরি করছে বর্ষা, জানুন আবহাওয়ার মতিগতি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Monsoon Update: জ্যৈষ্ঠের শেষ লগ্নে জ্বলনজ্বালায় জেরবার বঙ্গবাসী
advertisement
1/10

একে বর্ষার আগমনে বিলম্ব৷ তার উপর তাপপ্রবাহের সতর্কতা৷ জ্যৈষ্ঠের শেষ লগ্নে জ্বলনজ্বালায় জেরবার বঙ্গবাসী৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত তাপপ্রবাহে দগ্ধ হতে পারে গাঙ্গেয় বঙ্গের বড় অংশ৷
advertisement
2/10
তীব্র তাপমাত্রার পাশাপাশি থাকবে প্রবল আর্দ্রতা৷ ফলে ঘামেও ভিজতে হবে সমানে৷ আবহবিদরা জানিয়েছেন ভারতীয় মূল ভূখণ্ডে এখনও দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেনি৷ তাছাড়া পশ্চিম ভারত থেকে ঢুকতে পারে শুকনো গরম হাওয়া৷ ফলে তাপপ্রবাহের আশঙ্কা থাকে৷
advertisement
3/10
তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, মালদহ ও দুই দিনাজপুরে৷ এছাড়াও বাঁকুড়া, হাওড়া, হুগলি, নদিয়ার উপর দিয়েও বয়ে যেতে পারে তাপপ্রবাহ৷
advertisement
4/10
আবহবিদদের মত, উপকূলবর্তী জেলাগুলিতে তাপপ্রবাহ খাতায় কলমে না হলেও কিছুমাত্র কম অনুভূত হবে না গরমের কষ্ট৷ কেরলে কবে বর্ষা ঢুকবে, এখন সেটাই বলতে পারছেন না বিজ্ঞানীরা৷
advertisement
5/10
সাধারণত কেরলের ভূমি বর্ষা স্পর্শ করার পর বাংলায় বর্ষা আসতে সময় লাগে ১০ দিন৷ ফলে বঙ্গে বর্ষার পদার্পণ এখনও দূর অস্ত্৷ বর্ষা আসার পথে বাধা তৈরি করেছে একদিকে আরব সাগর এবং অন্য দিকে মায়ানমার সংলগ্ন সমুদ্র৷
advertisement
6/10
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় বিপর্যয় কোথায় কবে আছড়ে পড়বে, এখনও বোঝা যাচ্ছে না৷ আবহবিজ্ঞানীদের আশঙ্কা বাংলায় বর্ষার পথে প্রভাব ফেলবে এই ঘূর্ণিঝড়৷
advertisement
7/10
এছাড়া মায়ানমার উপকূলে রয়েছে একটি ঘূর্ণাবর্ত৷ আবহবিজ্ঞানীরা ধারণা করছেন ঘূর্ণিঝড় ও ঘূর্ণাবর্তের জোড়া ফলা পশ্চিমবঙ্গের বর্ষার জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করতে পারে৷
advertisement
8/10
আবহবিজ্ঞানীদের পূর্বাভাস, গাঙ্গেয় বাংলায় শনিবার পর্যন্ত এই ভ্যাপসা গরম চলবে৷ শনিবার থেকে বৃষ্টি হতে পারে উত্তর বাংলার পাহাড়ি অংশ ও ডুয়ার্সে৷
advertisement
9/10
দিনভর গরম ও বাতাসে জলীয় বাষ্পের প্রভাবে স্থানীয় ভাবে রাজ্যের ইতিউতি স্থানীয় বৃষ্টি হতে পারে৷ কিন্তু এতে গরমের জ্বালা কমবে না৷ বড় এলাকা জুড়ে ঝড়বৃষ্টি ও কালবৈশাখী হলে তবেই কিছুটা স্বস্তি মিলতে পারে৷
advertisement
10/10
কিন্তু আপাতত বড় ঝড়বৃষ্টি বা কালবৈশাখীর কোনও লক্ষণ বা সম্ভাবনা নেই৷